ETV Bharat / bharat

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মামলার শুনানি, আগামী বছর মামলা শুনবে শীর্ষ আদালত

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 2:56 PM IST

Updated : Dec 15, 2023, 3:17 PM IST

Etv Bharat
Etv Bharat

SC agrees to examine Mahua Moitra's plea on Jan 3: মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ মামলার শুনানি হবে আগামী জানুয়ারি মাসে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'ক্যাশ ফর কোয়ারি' দুর্নীতির মামলায় লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে মহুয়া মৈত্রের আবেদন আগামী 3 জানুয়ারি 2024-এ শুনানি হবে ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ মামলার শুনানি হবে আগামী জানুয়ারি মাসে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'ক্যাশ ফর কোয়ারি' দুর্নীতির মামলায় লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে মহুয়া মৈত্রের আবেদন আগামী 3 জানুয়ারি 2024-এ শুনানি হবে ৷ বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে, এদিন সকালে মামলার ফাইল পেয়েছে আদালত ৷ তাই তাদের বিষয়টি দেখতে এবং বিবেচনা করতে সময় লাগবে।

মহুয়া মৈত্রের আইনজীবী অভিষেক মনু সিংভি, মহুয়ার দায়ের করা পিটিশনে আদতে সংক্ষিপ্তসারের মাধ্যমে যুক্তি খাড়া করতে চেয়েছিলেন, কিন্তু বেঞ্চ শীতকালীন ছুটির পরে আদালত পুনরায় খোলার বিষয়ে শুনানি পিছিয়ে দেয়। সিংভি দাবি করেছেন, তিনি মামলার ফাইল এবং তথ্যের মাধ্যমে আদালতে যেতে পারেন। বিচারপতি খান্না অবশ্য মহুয়ার আইনজীবীর সওয়াল খারিজ করে বলেন, "না, আমি নিজে ফাইল পড়তে চাই।"

তাঁকে লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে "অন্যায়, অন্যায্য এবং স্বেচ্ছাচারী" এবং ন্যায়বিচারের নীতির পরিপন্থী বলে অভিহিত করে, মহুয়া মৈত্র এই সপ্তাহে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। লোকসভার এথিক্স কমিটি ব্যবসায়ী দর্শন হিরানন্দানির সঙ্গে তার সংসদীয় পোর্টালের লগ-ইন শংসাপত্রগুলি শেয়ার করে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য দোষী সাব্যস্ত করার পরে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে আদানি গ্রুপ অফ কোম্পানির বিষয়ে সংসদে বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করার অভিযোগও রয়েছে। গত 8 ডিসেম্বর লোকসভা মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের একটি প্রস্তাব পাস করে ৷ নীতিশাস্ত্র কমিটি সাংসদ হিসাবে মহুয়ার অযোগ্যতার সুপারিশ করে।

হিরানন্দানির হলফনামার ভিত্তিতে কমিটি তাঁকে বহিষ্কারের সুপারিশ করেছিল ৷ অভিযোগ, তিনি আদানি গ্রুপকে লক্ষ্য করে তাঁর প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ঘুষ নিয়েছিলেন। বহিষ্কারের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে, মহুয়া মৈত্র এই পদক্ষেপটিকে "ক্যাঙ্গারু কোর্ট" দ্বারা ফাঁসি দেওয়ার সঙ্গে সমতুল্য বলেছেন। তিনি অভিযোগ করেন যে, একটি সংসদীয় প্যানেল সরকার বিরোধী দলকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করছে। মহুয়া সাংবাদিকদের বলেছিলেন যে তিনি এমন একটি নীতিমালা লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন যা বিদ্যমান নেই এবং তাকে নগদ বা উপহার দেওয়ার কোনও প্রমাণ নেই।

Last Updated :Dec 15, 2023, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.