ETV Bharat / bharat

SAARC : তালিবান প্রতিনিধিত্ব চায় পাকিস্তান, বিরোধিতায় বাতিল নিউ ইয়র্কে সার্ক সম্মেলন

author img

By

Published : Sep 22, 2021, 10:33 AM IST

Updated : Sep 22, 2021, 11:07 AM IST

বাতিল সার্ক গোষ্ঠীর বৈঠক
বাতিল সার্ক গোষ্ঠীর বৈঠক

পাকিস্তান দাবি জানিয়েছিল, সার্ক গোষ্ঠীর বৈঠকে আফগানিস্তানের হয়ে তালিবান প্রতিনিধিত্ব করুক ৷ কিন্তু ভারত-সহ বেশ কিছু দেশ এর বিরুদ্ধে মত প্রকাশ করায় বাতিল হল বিদেশ মন্ত্রীদের বৈঠক ৷

নয়া দিল্লি, 22 সেপ্টেম্বর : বাতিল হল সার্ক গোষ্ঠীর (South Asian Association for Regional Cooperation) সম্মেলন ৷ শনিবার 25 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের (Foreign Minister) বৈঠক হওয়ার কথা ছিল ৷

সূত্রে জানা গিয়েছে, এই সার্ক সম্মেলনে আফগানিস্তানের তরফে তালিবান প্রতিনিধিত্ব করুক, এই প্রস্তাব জানিয়েছিল পাকিস্তান ৷ ভারত-সহ আরও কয়েকটি সদস্য দেশ এর বিরোধিতা করেছে ৷ আর তাই বাতিল হয়ে গেল বৈঠক ৷ এবার এই বৈঠকের আমন্ত্রক দেশ ছিল নেপাল ৷ রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলি-র পাশাপাশি বার্ষিক এই বৈঠক হয় ৷

এখনও পর্যন্ত তালিবানকে ভারত স্বীকৃতি দেয়নি ৷ এমনকি বিশ্বও কাবুলের নতুন সরকারকে গ্রহণ করেনি ৷ বরং তালিবান সরকারের বহু মন্ত্রীর নাম রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ তালিকাভুক্ত ৷ বর্তমানে আফগানিস্তানে তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) ৷ তিনি রাষ্ট্রসঙ্ঘের বা রাষ্ট্রসঙ্ঘ অনুমোদিত যে কোনও বৈঠকে অংশগ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন ৷

আরও পড়ুন : PM Modi : বাইডেনের সঙ্গে প্রথম শরীরী সাক্ষাৎ, 3 দিনের সফরে আজ আমেরিকা যাচ্ছেন মোদি

গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে এসসিও (Shanghai Cooperation Organization) বৈঠকে সরাসরি তালিবান সরকারের সমালোচনা করে জানিয়েছেন এই সরকার সমন্বয় বিহীন (Non-inclusive) ৷

দক্ষিণ এশিয়ার 8টি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এই সার্ক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ৷ বেশির ভাগ দেশের নেতারাই চেয়েছেন এই বৈঠকে আফগানিস্তানের চেয়ারটি খালি থাকুক ৷ কিন্তু পাকিস্তান একা এর বিরোধিতা করায় বৈঠক বাতিল করতে হয়েছে, জানিয়েছে সার্ক-এর সেক্রেটারিয়েট ৷

Last Updated :Sep 22, 2021, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.