ETV Bharat / bharat

S Jaishankar at UN: রাষ্ট্রসংঘে জয়শঙ্করের মুখে 'ভারত', কানাডার নাম না-করে সন্ত্রাসের বিরুদ্ধে দিলেন লড়াইয়ের বার্তা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 10:08 PM IST

রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে মঙ্গলবার ভাষণ দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ সন্ত্রাসবাদ-সহ একাধিক আন্তর্জাতিক সমস্যা নিয়ে এদিন সরব হন তিনি ৷

ETV Bharat
এস জয়শঙ্কর

নিউইয়র্ক, 26 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ভাষণেও এবার শোনা গেল 'ভারত'য়-এর কথা ৷ মঙ্গলবার রাষ্ট্রসংঘের বার্ষিক সাধারণ সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলায় শোনা গেল ভারতের নাম ৷ এদিন তাঁর বক্তব্যের সূচনাতেই করজোড় করে বিদেশমন্ত্রী বলেন 'ভারতের তরফ থেকে নমস্কার (নামাস্তে ফ্রম ভারত) ৷' এদিন তাঁর 17 মিনিটের ভাষণে একাধিকবার ভারত কথাটি শোনা গিয়েছে জয়শঙ্করের মুখে ৷ তিনি বলেন, "আমি এমন এক দেশের হয়ে কথা বলছি যেখানে গণতন্ত্রের প্রাচীন ঐতিহ্য আধুনিক সময়েও শিকড়ে ছড়িয়ে রয়েছে ৷ ফলে আমাদের চিন্তাভাবনা, কাজকর্ম বর্তমানে আরও বিশ্বাসযোগ্যতা লাভ করেছে ৷ একটি সভ্য দেশ হিসেবে আমরা ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে চলছি ৷ এই সমন্বয়ই আর ইন্ডিয়া অর্থাৎ ভারতের পরিচয় ৷"

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকেই মোদি সরকার বিশ্বমঞ্চে দেশের পরিচয় হিসেবে 'ভারত'কে তুলে ধরতে উদ্যোগী হয়েছে ৷ এর আগে জি20 সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ পত্রে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 'প্রেসিডেন্ট অফ ভারত' বলে উল্লেখ করা হয়েছিল ৷ আসিয়ান সম্মেলনের নথিতেও নরেন্দ্র মোদিকে 'ভারত'-এর প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছিল ৷ এবার রাষ্ট্রসংঘের মঞ্চেও উঠে এল 'ভারত' নাম ৷

আরও পড়ুন: ভারতের কূটনীতি গত একমাসে নতুন উচ্চতায় পৌঁছেছে, দাবি প্রধানমন্ত্রীর

এদিন রাষ্ট্রসংঘে বক্তৃতা দিতে গিয়ে সন্ত্রাসবাদ ও হিংসার বিরুদ্ধে সরব হন জয়শঙ্কর ৷ তিনি জানান, সন্ত্রাসবাদ, চরমপন্থা ও হিংসার বিরুদ্ধে লড়াইকে কোনও দেশেরই রাজনৈতিক সুবিধার নিরিখে দেখা উচিত নয় ৷ সম্পতি খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-কানাডা কূটনৈতিক টানাপোড়েন ৷ ভারতের নাম করে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ এদিনের ভাষণে জয়শঙ্কর কানাডার নাম না-করলেও, কোনও দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিষয়ে অন্য দেশের নাক গলানো উচিত নয় বলে মনে করিয়ে দিয়েছেন ৷

পরিবেশ রক্ষা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষার মতো বিষয়গুলিও এদিন উঠে আসে বিদেশমন্ত্রীর ভাষণে ৷ মাত্র হাতে গোনা কয়েকটি শক্তিশালী দেশ আলোচনার বিষয় ঠিক করে দেবে, আর গোটা বিশ্ব সেই পথে চলবে, সেই দিনও এখন আর নেই বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ৷ সময়োপযোগী হয়ে উঠতে রাষ্ট্রসংঘের সংস্কারের পক্ষেও এদিন সওয়াল করেছেন এস জয়শঙ্কর ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.