ETV Bharat / bharat

Rahul Gandhi: চন্দ্রশেখরের রিমোট মোদির হাতে, তেলেঙ্গেনায় দাঁড়িয়ে তীব্র আক্রমণ রাহুলের

author img

By

Published : Jul 2, 2023, 10:45 PM IST

রাহুল গান্ধি সাফ জানিয়ে দিয়েছেন, ইতিমধ্য়েই তিনি অবিজেপি সব বিরোধী দলগুলিকে ও বিরোধী নেতাদের জানিয়েছেন, যে কংগ্রেস এমন কোনও জোটে যোগ দেবে না, যেখানে বিআরএস জড়িত থাকবে।

Etv Bharat
কংগ্রেস নেতা রাহুল গান্ধি

খাম্মাম (তেলেঙ্গানা), 2 জুলাই: তেলেঙ্গানার জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ রবিবার খাম্মামের সভা থেকে তিনি জানান, যে এই মুখ্যমন্ত্রীর রিমোট কন্ট্রোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আছে ৷ রাজ্যের শাসক দলকে 'বিজেপির বি-টিম' হিসাবেও দেগে দিয়েছেন তিনি। কটাক্ষের সুরে রাহুল গান্ধি বলেন, "বিআরএস-এর নতুন নামকরণ আসলে 'বিজেপি রিশতেদার সমিতি'।"

রাহুল গান্ধির অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও এবং তাঁর দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই আদতে তাদের বিজেপির আজ্ঞাবহ করে তুলেছে ৷ একই সঙ্গে তিনি এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ইতিমধ্য়েই তিনি অবিজেপি সব বিরোধী দলগুলিকে অন্যান্য সমস্ত বিরোধী নেতাদের জানিয়েছেন, কংগ্রেস এমন কোনও জোটে যোগ দেবে না, যেখানে বিআরএস জড়িত থাকবে। এদিন তিনি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, "বিআরএস হল বিজেপি রিশতেদার সমিতির মতো। কেসিআর মনে করেন তিনি একজন রাজা এবং তেলেঙ্গানা তাঁর রাজ্য।"

এখানেই শেষ নয়, রাহুলের দাবি, কংগ্রেস সর্বদা সংসদে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু রাওয়ের দল "বিজেপির বি-টিম" হয়ে কাজ করেছে। প্রাক্তন সাংসদ বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর রিমোট কন্ট্রোল রয়েছে ৷" তাঁর আরও সংযোজন, কংগ্রেস পার্টি সম্প্রতি কর্ণাটকে একটি দুর্নীতিগ্রস্ত এবং গরিব বিরোধী সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে জিতেছে ৷ তিনি বলেন, "আমরা রাজ্যের দরিদ্র, ওবিসি, সংখ্যালঘু এবং নিপীড়িতদের সমর্থনে তাদের পরাজিত করেছি ৷"

আরও পড়ুন: ভাইপোর 'গদ্দারি'তে ব্যথিত মমতা, ফোন শরদকে

এদিন কর্ণাটকের প্রসঙ্গে টেনে রাহুল গান্ধি জানান, যেমনটা পড়শী রাজ্যে হয়েছে, তেমনটাই হতে চলেছে এ রাজ্যেও ৷ তিনি বলেন, "তেলেঙ্গানাতেও তেমনই কিছু ঘটতে চলেছে। একদিকে রাজ্যের ধনী ও ক্ষমতাবানরা থাকবেন, অন্যদিকে থাকবেন গরিব, আদিবাসী, সংখ্যালঘু, কৃষক ও ছোট দোকানদাররা। কর্ণাটকে যা হয়েছে, তেলেঙ্গানায় তার পুনরাবৃত্তি হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.