ETV Bharat / bharat

Shah Rukh Khan: শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

author img

By

Published : Sep 26, 2022, 9:35 PM IST

2017 সালে রইসে প্রচারে (Promoting Film Raees) ভাদাদোরা রেল স্টেশনে গিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ৷ সেখানে ভক্তদের মধ্যে হুড়োহুড়িতে বেশ কয়েকজন পদপিষ্ট হন ৷ তার জেরে শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন জমা পড়ে আদালতে ৷ সোমবার তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

relief-for-srk-as-supreme-court-upholds-quashing-of-case-against-him
Shah Rukh Khan: শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর : বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) বিরুদ্ধে ফৌজদারি মামলা করার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ এর আগে গুজরাত হাইকোর্টও (Gujarat High Court) একই রায় দিয়েছিল ৷ সোমবার সেই রায়কেই বহাল রাখল শীর্ষ আদালত ৷

রইস সিনেমার প্রচারে (Promoting Film Raees) 2017 সালে ভাদোদরা রেল স্টেশনে গিয়েছিলেন শাহরুখ ৷ সেখানেই বেশ কয়েকজন পদপিষ্ট হন ৷ সেই ঘটনাতেই শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা (Criminal Case) দায়ের আবেদন জমা পড়ে আদালতে ৷ 2022 সালের এপ্রিলে ওই আবেদন খারিজ করে দেয় গুজরাত হাইকোর্ট ৷ সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগী ও সিটি রবিকুমারের বেঞ্চ বহাল রাখল গুজরাত হাইকোর্টের রায়কেই ৷

যদিও এই মামলা প্রথম দায়ের হয় ভাদোদরা আদালতে ৷ সেখানে মামলা দায়ের করেন জিতেন্দ্র মধুভাই নামে এক ব্যক্তি ৷ তিনি দাবি করেন, ভাদোদরা রেল স্টেশনে প্রচার চলাকালীন টি-শার্ট ও স্মাইলি বল দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়ে দেন শাহরুখ ৷ তখনই হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ সেই কারণেই শাহরুখের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা উচিত ৷

ভদোদরা আদালত এই নিয়ে শাহরুখের বিরুদ্ধে নোটিশ পাঠায় ৷ তাঁকে সশরীরে আদালতে আসতে নির্দেশ দেয় ৷ শাহরুখের তরফে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টে মামলা দায়ের করা হয় ৷ ভাদোদরা আদালতের নির্দেশ খারিজের আবেদন জানানো হয় ৷

হাইকোর্ট চলতি বছরের এপ্রিলের 27 তারিখ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় ৷ আদালত জানায়, এই ঘটনার সঙ্গে মামলাকারীর কোনও সম্পর্ক নেই ৷ এর পর শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন ওই মামলাকারী ৷ কিন্তু সোমবার সুুপ্রিম কোর্টে সেই মামলাও খারিজ হয়ে গেল ৷

রইসের প্রচারে শাহরুখ ও ওই সিনেমার প্রোডাকশন টিম মুম্বই থেকে দিল্লি ট্রেন সফর করেন ৷ সেই সফরের মাঝেই গুজরাতের ভাদোদরা স্টেশনে থামে ট্রেন ৷ সেখানে নায়ককে দেখতে ভিড় করেছিলেন কয়েক হাজার অনুগামী ৷ সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের ঘটনাটি ঘটে ৷

আরও পড়ুন : 8-প্যাক অ্যাবসে সুপার হট শাহরুখ, পাঠানের সেট থেকে ছবি ফাঁস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.