ETV Bharat / bharat

Sharad Pawar gets IT Notice: প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে বিঁধলেন পাওয়ার

author img

By

Published : Jul 1, 2022, 12:03 PM IST

"Received Love Letter": Sharad Pawar's Swipe At Centre On Income Tax Notice
প্রেমপত্র পেয়েছি, আয়কর নোটিশ পেয়ে কেন্দ্রকে বিঁধলেন পাওয়ার

আয়কর দফতরের নোটিশ (Income Tax Notice) পেলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar gets IT Notice)৷ যদিও একে প্রেমপত্র (Love Letter) বলে কটাক্ষ করে কেন্দ্রকে বিঁধেছেন তিনি ৷

মুম্বই, 1 জুলাই: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে নোটিশ পাঠাল আয়কর দফতর (Sharad Pawar gets IT Notice)৷ যদিও তাকে 'প্রেমপত্র' (Love Letter) বলে কটাক্ষ করেছেন প্রবীণ নেতা ৷ কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু লোকেদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (Maharashtra Politics)৷

মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই আয়কর দফতরের নোটিশ হাতে পান এনসিপি প্রধান শরদ পাওয়ার (Income Tax Notice)৷ এরপরই তিনি টুইটে লেখেন, "আমি একটি প্রেমপত্র পেয়েছি ৷ 2004, 2009, 2014 ও 2020 সালে দাখিল করা নির্বাচনী হলফনামা সংক্রান্ত একটি প্রেমপত্র পেয়েছি আয়কর দফতরের কাছ থেকে ৷" মারাঠি ভাষায় করা টুইটে তিনি আরও কটাক্ষ করে লিখেছেন, "এই দফতরের গুণগত মান বৃদ্ধি পেয়েছে ৷ বিশেষ কৌশল নিয়েই নির্দিষ্ট কয়েকজনের সম্পর্কে বহু বছরের তথ্য সংগ্রহ করা হচ্ছে ৷"

মহা বিকাশ আঘাড়ি জোটে ছিল শরদ পাওয়ারের এনসিপি-ও ৷ সেই জোট সরকারের নেতা উদ্ধব ঠাকরেকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলায় তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ এরপর মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পালাবদলের মাধ্যমে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে ৷ কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট বেঁধে উদ্ধব দলের হিন্দুত্বের আদর্শ থেকে সরে যাচ্ছেন, এই অভিযোগ তুলে 39 জন বিধায়ককে নিয়ে একনাথ বিদ্রোহ ঘোষণা করেছিলেন ৷ সেই ঘটনার পর থেকে কয়েকদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করেছে শিন্ডে ব্রিগেড ৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ৷ আর মহা বিকাশ আঘাড়ি জোট ক্ষমতাচ্যুত হওয়ার পরই আয়কর দফতরের নোটিশ গেল জোটের অন্যতম শরিক শরদ পাওয়ারের কাছে ৷

আরও পড়ুন: Eknath Shinde: অটোচালক থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, কোন চালে মাত করলেন শিন্ডে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.