ETV Bharat / bharat

Mahua Moitra on Ethics Committee: 'সিবিআই বা এথিক্স কমিটি ডাকলে যাব,' জবাব মহুয়ার

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 3:42 PM IST

Updated : Oct 20, 2023, 4:27 PM IST

তৃণমূল সাংসদ জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই বা এথিক্স কমিটির প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কৃষ্ণনগর লোকসভার সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ীর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 20 অক্টোবর: ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে সিবিআই বা সংসদের এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে প্রস্তুত, এমনটাই জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ শুক্রবার তৃণমূল সাংসদ জানিয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই বা এথিক্স কমিটির প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত ৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কৃষ্ণনগর লোকসভার সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সংসদে প্রশ্ন করার জন্য ব্যবসায়ীর কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন ৷ আর এই অভিযোগ সামনে আসার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয় ৷ ইতিমধ্যেই বিজেপি সাংসদের অভিযোগের ভিত্তিতে লোকসভার স্পিকার ওম বিড়লা অভিযোগ খতিয়ে দেখতে বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে ৷ অন্যদিকে, গত 17 অক্টোবর পালটা যে মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ, তা এদিন গ্রহণ করেছে দিল্লি হাইকোর্ট ৷ আগামী 31 অক্টোবর এই মামলার শুনানি বলে খবর।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমি সিবিআই এবং লোকসভার এথিক্স কমিটির প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ৷ যখন আমাকে ডাকবে আমি যাব। আদানি-নির্দেশিত মিডিয়ার সার্কাস ট্রায়াল বা বিজেপিকে উত্তর দেওয়ার জন্য আমার সময় বা আগ্রহ কোনওটাই নেই।" একই সঙ্গে মহুয়া লিখেছেন, "আমি নদিয়ায় দুর্গাপুজা উপভোগ করছি। শুভ ষষ্ঠী ৷"

রিয়েল এস্টেট-টু-এনার্জি গ্রুপ হিরানন্দানির সিইও দর্শন হিরানন্দানি, যিনি আদানি গ্রুপ সম্পর্কে সংসদে প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্রকে টাকা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে ৷ বৃহস্পতিবার এক হলফনামা প্রকাশ করে তিনি জানিয়েছেন, তৃণমূল নেত্রী আদতে গৌতম আদানির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুৎসা করতে চেয়েছিলেন। অন্যদিকে, লোকসভার স্পিকার ওম বিড়লা নিশিকান্ত দুবের অভিযোগটি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন ৷ এরপরই এথিক্স কমিটি আগামী 26 অক্টোবর নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহরায়কে মৌখিক প্রমাণের জন্য ডেকে পাঠিয়েছে।

মহুয়ার বিরুদ্ধে দেহদারায় প্রাথমিক অভিযোগ দায়ের করেছিলেন ৷ পালটা জানা গিয়েছে, কৃষ্ণনগরের সাংসদ দেহদারায়ের বিরুদ্ধে গত ছয় মাসে পুলিশে একাধিক অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও জানিয়েছেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে। দেহরায় ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে অভিযোগ করেছেন, মহুয়া মৈত্র তাঁর পোষা হেনরির বিনিময়ে তাঁকে সিবিআইয়ে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল।

আরও পড়ুন: ফাইবারনেট মামলায় চন্দ্রবাবু নাইডুকে 9 নভেম্বর পর্যন্ত গ্রেফতার নয়

আইনজীবী বলেছেন, "গতকাল (বৃহস্পতিবার) বিকেলে একটি প্রচেষ্টা হয়েছিল, হেনরির বিনিময়ে নিশিকান্ত দুবের কাছে আমার সিবিআই অভিযোগ এবং চিঠি প্রত্যাহারের জন্য আমাকে বাধ্য করার। আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছিলাম ৷ আর সিবিআইকে বিস্তারিত জানাব।" দুবে এক্স-হ্যান্ডেলে হিন্দিতে একটি পোস্টে বলেছেন, "এটি সংসদ বাঁচানোর যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ নয়।" (পিটিআই)

Last Updated : Oct 20, 2023, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.