ETV Bharat / bharat

Tikait on Kisan Mahapanchayat : কৃষক সমস্যা আলোচনায় নিয়মিত বসবে মহাপঞ্চায়েত, জানালেন রাকেশ টিকায়েত

author img

By

Published : Dec 12, 2021, 11:36 AM IST

কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করতে সময়ে সময়ে কিষাণ মহাপঞ্চায়েত বসবে (Kisan Mahapanchayat for farmers issues) ৷ এমনটাই জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত (Kisan Mahapanchayat) ৷ সেই সঙ্গে প্রত্যেক বছর 10 দিনের কিষাণ আন্দোলন মেলা (Kisan Andolan Mela) আয়োজনের কথাও জানালেন তিনি ৷

Kisan mahapanchayat
কৃষক সমস্যা আলোচনায় নিয়মিত বসবে মহাপঞ্চায়েত

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : দিল্লি সীমানা থেকে কৃষক সংগঠনগুলির তাদের দীর্ঘ একবছরের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ৷ কিন্তু কৃষকদের সমস্যা এবং তাঁদের স্বার্থ যাতে এর ফলে অন্ধকারে হারিয়ে না যায়, সেই ব্যবস্থা করেছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ আর তাই সময়ে সময়ে কৃষকদের সমস্যা নিয়ে কিষাণ মহাপঞ্চায়েত (Kisan Mahapanchayat) এর আয়োজন করা হবে ৷ এমনটাই জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত ৷ শনিবার সাংবাদিকদের তিনি জানান, কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে ওই মহাপঞ্চায়েতে আলোচনা হবে (Kisan Mahapanchayat for farmers issues) ৷ সেই সঙ্গে সেগুলি সমাধানের পথও খোঁজা হবে ৷

শুধু মহাপঞ্চায়েত নয় ৷ প্রত্যেক বছর 10 দিনের ‘কিষাণ আন্দোলন মেলা’ (Kisan Andolan Mela)-র আয়োজন করা হবে বলেও জানিয়েছেন রাকেশ টিকায়েত ৷ যেখানে সব রাজ্যের কৃষক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হবে ৷ পাশাপাশি কৃষি আইন প্রত্যাহার এবং অন্যান্য দাবি নিয়ে কৃষকদের এই আন্দোলন সফল হওয়ার জন্য সংবাদ মাধ্যমের ভূমিকা সবচেয়ে বড় বলে মনে করেন ভারতীয় কিষাণ মোর্চার নেতা ৷ তিনি জানান, প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলনের যে প্রচার করা হয়েছে ৷ তার জেরে সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : Farmers Returning Home : ট্রাক্টর মিছিল করে ঘরে ফিরছেন কৃষকরা, ফাঁকা সিঙ্ঘু সীমানার 80 শতাংশ

প্রসঙ্গত, তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার, ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিতকরণ আইন, সংশোধিত বিদ্যুৎ আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন কৃষকরা ৷ যে আন্দোলন রাজধানীর সীমানা, এমনকি 26 জানুয়ারি রাজধানী কেন্দ্রে পৌঁছে গিয়েছিল ৷ তারপর গত নভেম্বর বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী ৷ সেই ঘোষণার পর 29 নভেম্বর শীতকালীন অধিবেশনের প্রথম দিন সংসদের দুই কক্ষে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ করে কেন্দ্র ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃষি আইন প্রত্যাহার বিলে তাঁর সম্মতি জানিয়েছেন ৷

আরও পড়ুন : Rajya Sabha passes Farm Laws Repeal Bill 2021:লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি আইন প্রত্যাহার বিল

তারপরই দীর্ঘ আলোচনা এবং সরকারের তরফে কৃষকদের বাকি দাবিদাওয়াগুলি নিয়ে আলোচনার আশ্বাস দিতেই 9 ডিসেম্বর আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা ৷ তবে, 15 জানুয়ারি ফের একটি পর্যালোচনা বৈঠকে বসবে সংযুক্ত কিষাণ মোর্চার সংগঠনগুলির নেতারা ৷ যদি সরকার তার প্রতিশ্রুতি পালন না করে, তবে, পুনরায় আন্দোলন শুরু হবে বলে বিবৃতিতে জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.