ETV Bharat / bharat

Farmers Returning Home : ট্রাক্টর মিছিল করে ঘরে ফিরছেন কৃষকরা, ফাঁকা সিঙ্ঘু সীমানার 80 শতাংশ

author img

By

Published : Dec 12, 2021, 10:30 AM IST

Farmers Returning Home
ট্রাক্টর মিছিল করে ঘরে ফিরছেন কৃষকরা

দিল্লি সীমানা খালি করে (Farmers vacate Delhi borders) নিজেদের রাজ্যে ফিরতে শুরু করেছেন কৃষি আইন প্রত্যাহার-সহ একাধিক দাবি আন্দোলনকারী কৃষকরা ৷ প্রায় 70-80 শতাংশ কৃষক দিল্লির সবক’টি প্রবেশদ্বার থেকে নিজেদের ক্যাম্প খুলে ফেলেছেন (Ending Year Long Anti Farm Laws Protest) ৷ ট্রাক্টর মিছিল করে যে যার রাজ্যে ফিরছেন (Farmers Returning Home) ৷

নয়াদিল্লি, 12 ডিসেম্বর : একবছরের দীর্ঘ আন্দোলন প্রত্যাহারের একদিনের মধ্যে প্রায় ফাঁকা দিল্লির সিঙ্ঘু সীমানা (Farmers vacate Delhi borders) ৷ আন্দোলনকারী অধিকাংশ কৃষকই নিজেদের রাজ্যে ফিরে গিয়েছেন ৷ জয় কিষাণ আন্দোলন নামে এক কৃষক সংগঠনের-সহ সভাপতি দীপক লাম্বা জানিয়েছেন, 80 শতাংশ কৃষক সিঙ্ঘু সীমানা থেকে সরে গিয়েছেন ৷ আর গাজিপুর সীমানায় আন্দোলনকারী কৃষকদের 50 শতাংশ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ একই ভাবে তিকরি সীমানায় আন্দোলনকারী কৃষকদের 60-70 শতাংশ ফিরে গিয়েছেন ৷

তবে দিল্লি এবং সংলগ্ন রাজ্যের সীমানা পুরোপুরিভাবে 15 ডিসেম্বর থেকে খুলে যাবে ৷ সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছিল, 15 ডিসেম্বরের মধ্যে বন্ধ থাকা দিল্লির সবক'টি প্রবেশপথ খালি করে দেওয়া হবে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার এক বছরের উপর চলা কৃষকদের আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করে সংযুক্ত কিষাণ মোর্চা (Ending Year Long Anti Farm Laws Protest) ৷ সেই ঘোষণার পরই কৃষকদের তৈরি অস্থায়ী ক্যাম্পগুলি খোলার কাজ শুরু হয় ৷ এমনকি ওইদিনই আন্দোলনকারী বহু কৃষক ফিরতে শুরু করেন ৷ আর গতকাল সকাল থেকে ধীরে ধীরে খালি হতে শুরু করে দিল্লির সীমানা (Farmers Returning Home) ৷

আরও পড়ুন : Farmers returning homes : 378 দিনের অবস্থান শেষ, দিল্লি সীমানা থেকে ঘরের পথে কৃষকরা

গতবছর যেভাবে ট্রাক্টর নিয়ে মিছিল করে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড থেকে কৃষকরা দিল্লি সীমানায় পৌঁছেছিল ৷ গতকাল ঠিক একইভাবে ট্রাক্টর নিয়ে লম্বা মিছিল করেই কৃষকরা যার যার রাজ্যে ফিরেছেন ৷ গত 18 নভেম্বর প্রধানমন্ত্রী বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন ৷ এরপর সংসদে সেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয় এমাসের শুরুতে ৷ তবে কৃষকদের আর বেশ কয়েক দফা দাবি ছিল ৷ ফলে কৃষি আইন প্রত্যাহারের পরও আন্দোলন জারি ছিল ৷ কৃষকদের দাবিগুলি পূরণ নিয়ে সরকারের থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেই গত পরশু আন্দোলন প্রত্যাহারের কথা ঘোষণা করা হয় ৷ তবে যতদিন না সরকার তাঁদের সব দাবি মেনে নিচ্ছে, ততদিন কেন্দ্রের উপর কৃষক সংগঠনগুলির তরফে চাপ তৈরি করা হবে বলে জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.