ETV Bharat / bharat

Rajya Sabha Adjourned : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

author img

By

Published : Dec 13, 2021, 1:51 PM IST

বিরোধীদের হট্টগোলের জেরে অচল রাজ্যসভা ৷ 12 জন সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া আর্জি বিরোধীদের ৷ চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু তা না মানায় অশান্তি শুরু ৷ পরে বিজেপি সাংসদ পীযূষ গোয়েল বলেন, যে সাংসদরা সাসপেন্ড হয়েছেন, তাঁদের নিজেদের কৃতকর্মের জন্য কোনও অনুতাপ নেই ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হন বিরোধীরা ৷ ফলে দফায় দফায় মুলতুবি করে দিতে হয় সভার কাজ (Rajya Sabha Adjourned) ৷

rajya sabha repeatedly postponed due to oppositions protest
Rajya Sabha Adjourned : বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতুবি রাজ্যসভা, সাসপেন্ড হওয়া সাংসদদের আচরণে প্রশ্ন পীযূষের

নয়াদিল্লি, 13 ডিসেম্বর : রাজ্যসভায় অচলাবস্থা অব্যাহত ৷ সোমবার দ্বিতীয় দফায় দুপুর দু’টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়ে যায় (Rajya Sabha Adjourned) ৷ সূত্রের খবর, সভার কাজ শুরু হতেই সাসপেন্ড হওয়া 12 জন সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে হট্টগোল শুরু করে দেন বিরোধীরা ৷ তার জেরেই বারবার স্থগিত হয়ে যায় অধিবেশন ৷ যদিও এই পরিস্থিতির জন্য রাজ্যসভার নেতা পীযূষ গোয়েলকেই (Piyush Goyal Comments on Suspended MPs Attitude) দায়ী করেছেন বিরোধীরা ৷ এদিন পীযূষ রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন, যে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত নন ৷ তাঁর মুখে একথা শুনেই হইচই শুরু করে দেন বিরোধী সাংসদরা ৷

আরও পড়ুন : Opposition Walk Out RajyaSabha: 12 সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত বহাল, রাজ্যসভায় ওয়াক-আউট বিরোধীদের

এদিন এই প্রসঙ্গে পীযূষ বলেন, ‘‘আমি একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই, বিরোধীদের অভিযোগ, সরকার নাকি ওই 12 জন সাংসদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করতে চাইছে না ৷ কিন্তু আমরা এ নিয়ে বিরোধীদের সঙ্গে একাধিকবার কথা বলেছি ৷ তাতে যা বুঝেছি, তা হল, ওই সাংসদরা রাজ্যসভায় যে আচরণ করেছেন, তার জন্য তাঁদের মনে কোনও অনুতাপ নেই ৷ ওঁরা আমাদের মার্শাল, সংসদ এবং দেশকে অপমান করেছেন ৷ এ নিয়ে ওঁদের মধ্যে কোনও অনুতাপই নেই ৷’’ এরপরই সাসপেন্ড হওয়া সাংসদের রাজ্যসভায় ফেরানোর দাবিতে আওয়াজ তোলেন বিরোধীরা ৷ তার জেরে দুপুর দু’টো পর্যন্ত সভার কাজ মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং ৷

আরও পড়ুন : Twelve Rajya Sabha MPs Suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড 12 সাংসদ

এদিন বেলা 11টায় শুরু হয় রাজ্যসভার অধিবেশন ৷ সেই সময় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, ডেপুটি লিডার আনন্দ শর্মা এবং ডিএমকে নেতা তিরুচি শিবা রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডুর কাছে সংশ্লিষ্ট 12 জন সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়ার আর্জি জানান ৷ কিন্তু চেয়ারম্যান সেই আবেদন খারিজ করে দেন ৷ তাঁর পাল্টা বক্তব্য ছিল, ‘‘আপনারা তাঁদের আড়াল করার চেষ্টা করছেন, যাঁদের দোষ ক্ষমার যোগ্য নয় ৷’’ কিন্তু, এরপরই চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে হইচই শুরু করে দেন বিরোধী সাংসদরা ৷ ফলে দুপুর পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দিতে হয় ৷ পরে অধিবেশন শুরু হলে আবারও একই ঘটনা ঘটে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.