ETV Bharat / bharat

Rajya Sabha Adjourned : দুপুর 2টো পর্যন্ত মুলতবি রাজ্যসভার অধিবেশন

author img

By

Published : Dec 14, 2021, 1:47 PM IST

শীতকালীন অধিবেশনের শুরু হওয়ার সময় 12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় রাজ্যসভা থেকে ৷ সেই নিয়ে রোজ বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা ৷ তার জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল সংসদের উচ্চকক্ষের অধিবেশন (Rajya Sabha Adjourned) ৷

rajya sabha adjourned till 2 pm due to opposition agitation
Rajya Sabha Adjourned : দুপুর 2টো পর্যন্ত মুলতবি রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, 14 ডিসেম্বর : 12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার ইস্যুতে মঙ্গলবার ফের উত্তপ্ত হল রাজ্যসভা ৷ যার জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেল অধিবেশন (Rajya Sabha adjourned till 2 pm due to opposition agitation) ৷

শীতকালীন অধিবেশনের শুরুতেই ওই 12 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করে রাজ্যসভা ৷ তার পর থেকে এই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ চলছে ৷ সংসদের বাইরে গান্ধিমূর্তির পাদদেশে এই নিয়ে লাগাতার ধর্নাও দিচ্ছেন বিরোধী সাংসদরা ৷ তাছাড়া সংসদের ভিতরেও চলছে প্রতিবাদ ৷

মঙ্গলবার অধিবেশন শুরু হতেই বিরোধীরা বিক্ষোভ শুরু করে ৷ ওই সাংসদদের সাসপেনশন তোলার দাবি তোলে ৷ সেই হই-হট্টগোলের জেরে অধিবেশন দুপুর 2 টো পর্যন্ত মুলতবি হয়ে যায় ৷

অধিবেশন মুলতবি করার সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু বলেন, ‘‘সংসদের শালীনতা ও নিয়ম বজায় রেখে চলা হোক ৷ নিয়মবিরুদ্ধ ও অসংসদীয় কোনও কাজ চলতে দেওয়া হবে না ৷’’

প্রসঙ্গত, যে 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের দু’জন আছেন ৷ গত বাদল অধিবেশনে উচ্চকক্ষে নিয়ম ভাঙায়, তাঁদের সাসপেন্ড করা হয় ৷

আরও পড়ুন : Privilege Motion against Ranjan Gogoi : রাজ্যসভায় সাংসদ রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ তৃণমূলের

গত 29 ডিসেম্বর শুরু হয়েছে শীতকালীন অধিবেশন ৷ তখনই এঁদের সাসপেন্ড করা হয় ৷ চলবে আগামী 23 ডিসেম্বর পর্যন্ত ৷ রাজনৈতিক মহলের অনুমান, বিরোধীদের বিক্ষোভ শেষদিন পর্যন্ত চলতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.