ETV Bharat / bharat

Karnataka BJP: "রাহুল গান্ধি মাদকাসক্ত, মাদক বিক্রেতা", বিতর্কিত মন্তব্য কর্নাটকের বিজেপি সভাপতির

author img

By

Published : Oct 20, 2021, 7:33 AM IST

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিষয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি সভাপতি নলীন কুমার কাতিল ৷ হুবলিতে নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে তিনি বলেন, "রাহুল গান্ধি মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা ৷"

Karnataka BJP
"রাহুল গান্ধি মাদকাসক্ত ও মাদক বিক্রেতা", বিতর্কিত মন্তব্য কর্নাটকের বিজেপি সভাপতির

বেঙ্গালুরু, 20 অক্টোবর : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিষয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটক বিজেপির সভাপতি নলীন কুমার কাতিল ৷ হুবলিতে নির্বাচন পূর্ববর্তী বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি বলেন, "রাহুল গান্ধি মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা ৷" যে মন্তব্যকে ঘিরে কংগ্রেসের তরফে তীব্র সমালোচনা করা হয়েছে ৷ বিজেপি সভাপতির এই মন্তব্যের জন্য রাহুল গান্ধির কাছে ক্ষমা চাওয়ারও দাবি করেছে কংগ্রেস ৷ অনেকেই একে অপমানজনক এবং অসাংবিধানিক বলেও আখ্যা দিয়েছে ৷

হুবলির কর্নাটক বিজেপি সভাপতি নলীন কুমার কাতিল বলেন, "কে এই রাহুল গান্ধি ? যিনি একজন মাদকাসক্ত এবং মাদক বিক্রেতা ৷ একথা আমি বলছি না ৷ এটা সংবাদ মাধ্যমেই উঠে আসছে ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি দলকে পরিচালনা করতে পারেন না ৷ যাঁরা একটা রাজনৈতিক দল চালাতে পারেন না তাঁরা কীভাবে দেশ চালাবেন ? জাতীয় দল পরিচালনা করার মতো যোগ্যতা নেই অথচ, দেশ পরিচালনার স্বপ্ন দেখছেন ৷ যা স্বপ্নই থেকে যাবে ৷ এরা আবার প্রধানমন্ত্রী মোদিজিকে নিয়ে কথা বলে ৷ পরের বার নির্বাচনের আগে কংগ্রেস ভেঙে যাবে ৷"

আরও পড়ুন: গড়ছেন নতুন দল, বিজেপির সঙ্গে জোটের ইঙ্গিত ক্য়াপ্টেনের

কর্নাটক বিজেপি সভাপতি নলীন কুমার কাতিলের এই মন্তব্যের পর টুইটে সরব হন কর্নাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার ৷ টুইটে তিনি লেখেন, "রাহুল গান্ধির বিষয়ে এরকম অপমানজনক এবং অসাংবিধানিক এই ধরনের মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত ৷" কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া বলেন, "কাতিল রাজনীতিতে নবীন ৷ আমি আগে কখনও এরকম দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদ দেখিনি ৷ উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ৷ চিকিৎসার প্রয়োজন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.