ETV Bharat / bharat

Man Kills Daughter: মেয়ের 'চরিত্র' নিয়ে সন্দেহ হওয়ায় কুপিয়ে খুন ! দেহ বাইকে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে গেল বাবা

author img

By

Published : Aug 11, 2023, 6:44 PM IST

Man Kills Daughter
মেয়েকে খুন করলেন বাবা !

Man Kills Daughter and drags body with motorcycle: মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ হওয়ায় তাঁকে কুপিয়ে খুন করে দেহ বাইকে বেঁধে টানতে টানতে নিয়ে গেলেন এক ব্যক্তি ৷ এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি-তে ৷

অমৃতসর, 11 অগস্ট: পঞ্জাবের অমৃতসরে মেয়েকে নৃশংস ভাবে হত্যা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ পুলিশ জানিয়েছে, মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ হওয়ায় রাগের চোটে একটি ধারালো অস্ত্রের আঘাতে তাঁকে হত্যা করেন তিনি ৷ এতেও তাঁৎ রাগ কমেনি ৷ এরপর মেয়ের নিথর দেহ বাইকের সঙ্গে বেঁধে তা রাস্তা দিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে যান তিনি ৷ এই নৃশংস ঘটনার ভিডিয়ো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ৷

পঞ্জাবের অমৃতসর জেলার একটি গ্রামে ঘটেছে এই নৃশংস ঘটনা ৷ শুক্রবার সরকারি একটি সূত্র জানিয়েছে, মেয়ের চরিত্র নিয়ে সন্দেহ থাকায়, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন দলবীর সিং নামে এক ব্যক্তি ৷ শুধু মেয়েকে খুন করেই থেমে থাকেননি অভিযুক্ত । আধিকারিকরা জানিয়েছেন, হত্যার করার পর মেয়ের দেহ তিনি বাঁধেন একটি মোটর সাইকেলের সঙ্গে ৷ এরপর সেই মোটর সাইকেল জোরে চালিয়ে দেহ টানতে টানতে নিয়ে যান তিনি ৷ মৃতদেহটিকে কিছু দূর টেনে নিয়ে যাওয়ার পর রেললাইনের কাছে ছুড়ে ফেলে দিয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান ৷ পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন । নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আরও পড়ুন: 'একটু সেলাই করে দিন না ', 5 বছরের শিশুর দু'টুকরো দেহ নিয়ে হাসপাতালে আর্জি দাদু-ঠাকুমার !

আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির তাঁর মেয়ের মৃতদেহ মোটরসাইকেলে বেঁধে টেনে নিয়ে যাওয়ার ভিডিয়ো গ্রামে বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে । জানা গিয়েছে, পথচারীরা মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন । ঘটনার খবর পেয়ে পুলিশ চৌকি ট্যাংরার ইনচার্জ হরদীপ সিং, তরসিকা থানার এসএইচও অবতার সিং, জান্দিয়ালার ডিএসপি গুরু কুলদীপ সিং, ডিএসপি বাবা বাকালা সাহেব সুখবিন্দর পাল সিং-সহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে যায় ।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ অভিযুক্ত পলাতক ৷ তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.