ETV Bharat / bharat

খালি নেই হাসপাতালের শয্যা, পুনেতে প্রতিক্ষালয়ে করোনা রোগীদের অক্সিজ়েন

author img

By

Published : Apr 6, 2021, 10:32 PM IST

এদিন পুনের পিম্পরির ওই হাসপাতালে যেসব করোনা রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসছেন, তাঁদের হাসপাতালের বারান্দা বা প্রতিক্ষালয়ে অক্সিজ়েন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালের 400 শয্যার সবক’টি ভর্তি হয়ে গিয়েছে ৷ এমনকি আইসিইউ-র 55টি শয্যাও ফাঁকা নেই ৷

Pune Hospital Runs Out Of Beds Patients Given Oxygen In Waiting Area
খালি নেই হাসপাতালের শয্যা, পুনেতে প্রতিক্ষালয়ে করোনা রোগীদের অক্সিজ়েন

পুনে (মহারাষ্ট্র), 6 এপ্রিল : করোনার প্রকোপে এবার মহারাষ্ট্রের হাসপাতালগুলির শয্যা সংখ্যায় ৷ আজ পুনের পিম্পরির যশবন্ত রাও মেমোরিয়াল হাসপাতালে নতুন আসা করোনা রোগীদের শয্যা দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ফলে হাসপাতালে ওয়েটিং এরিয়া ও বারান্দায় রোগীদের অক্সিজ়েন দেওয়ার ব্যবস্থা করতে হল চিকিৎসকদের ৷

এদিন পুনের পিম্পরির ওই হাসপাতালে যেসব করোনা রোগী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে আসছেন, তাঁদের হাসপাতালের বারান্দা বা প্রতিক্ষালয়ে অক্সিজ়েন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালের 400 শয্যার সবক’টি ভর্তি হয়ে গিয়েছে ৷ এমনকি আইসিইউ-র 55টি শয্যাও ফাঁকা নেই ৷ আর এই পরিস্থিতিতে নতুন আসা রোগীদের হাসপাতালের বারান্দা বা প্রতিক্ষালয়ে চিকিৎসা শুরু করছেন স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকরা ৷

আরও পড়ুন : 45 বছর বা তার বেশি বয়সি কর্মচারীদের করোনা টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের

যশবন্ত রাও মেমোরিয়াল হাসপাতালের সহকারি অধ্যাপক ডাক্তার কৌস্তভ কাহানে জানান, ‘‘পিম্পরি চিনচওয়াদ পৌর হাসপাতালে রোগীদের লম্বা লাইন লেগে রয়েছে ৷ যাঁদের শ্বাসকষ্ট হচ্ছে, তাঁদের বাইরেই অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷ যতক্ষণ না ভিতরে শয্যার ব্যবস্থা করা যাচ্ছে ৷’’ তবে, যখন কোনও রোগী আসছে তখন তাঁকে ভর্তি করানোর ক্ষেত্রে চিকিৎসকরা রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে ভর্তি নেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন ৷ এই পরিস্থিতিতে রোজ পুনের পাশাপাশি গোটা মহারাষ্ট্রে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.