ETV Bharat / bharat

New Parliament Building: নতুন সংসদ ভবন তৈরিতে নিযুক্ত কর্মীদের বিশেষ সম্মান মোদির

author img

By

Published : May 28, 2023, 11:14 AM IST

শাল গলায় পড়িয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মান জানালেন কর্মীদের ৷ পাশাপাশি স্মারক পত্রও তুলে দিলেন সংসদ ভবনের নির্মাণ কাজে যুক্ত কর্মীদের হাতে ৷

New Parliament Building opening
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 28 মে: দেশের নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারের এই বিশেষ অনুষ্ঠানে নতুন সংসদ ভবন তৈরির কাজে যুক্ত শ্রমিকদেরও বিশেষ সম্মান জানিয়েছেন তিনি। ভবনের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনের নির্মাণ কাজে যুক্ত শ্রমিকদের দেশের ঐতিহ্যবাহী শাল দিয়ে সংবর্ধনা দেন এবং তাঁদের প্রত্যেকের হাতে স্মারক পত্র তুলে দেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী সংসদ ভবনে এসে বিশেষ পুজোয় অংশ নেন ৷ তারপর লোকসভায় সেঙ্গল স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিশেষ পুজোর পর স্থাপনের জন্য তাঁর হাতে তামিলনাড়ু থেকে আসা আধিনম সাধুরা প্রধানমন্ত্রীর হাতে 'সেঙ্গল' তুলে দেন । লোকসভা স্পিকারের চেয়ারের ঠিক পাশে পবিত্র 'সেঙ্গল' স্থাপন করেন প্রধানমন্ত্রী । অমৃতকালের জাতীয় প্রতীক হিসেবে 'সেঙ্গল' স্থাপন করেছেন তিনি । 'সেঙ্গল' প্রতিষ্ঠা করার পরে মোদি তামিলনাড়ুর বিভিন্ন আধিনম সাধুদের আশীর্বাদ নিয়েছেন । প্রসঙ্গত, 'সেঙ্গল' ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর বাসভবনে 1947 সালের 14 অগস্ট রাতে বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে গ্রহণ করেছিলেন। তারপর থেকে দীর্ঘ সময় ধরে প্রয়াগরাজের একটি সংগ্রহশালায় রাখা ছিল এই স্বর্ণদণ্ডটি ।

Prime Minister Narendra Modi
শাল গলায় পড়িয়ে কর্মীদের সম্মান জানালেন মোদি

রবিবার সকালে বৈদিক আচার মেনে পুজোর মধ্য দিয়ে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরু হয় । পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লাও উপস্থিত ছিলেন । পুজোর পর গণ্যমান্য ব্যক্তিরা নতুন ভবনের কক্ষ ও রাজ্যসভার কক্ষের প্রাঙ্গণ ঘুরে দেখেন ।

আরও পড়ুন: সাক্ষী আধিনম সন্ন্যাসীরা ! লোকসভায় সেঙ্গল স্থাপন প্রধানমন্ত্রীর

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ সমস্ত বিশিষ্টজনের উপস্থিতিতে লোকসভা কক্ষে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে । এরপর সংসদের অন্য সদস্যদের সঙ্গে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার সদস্যরা, চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি-সহ সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা নতুন ভবনে লোকসভা কক্ষে বসবেন বলে আশা করা হচ্ছে । এখানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বক্তৃতা দেবেন ৷ তিনি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের হয়ে একটি লিখিত অভিনন্দন বার্তা পড়বেন । অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একটি লিখিত বার্তাও পাঠ করা হবে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.