ETV Bharat / bharat

President remembers CDS Rawat : "দেশের অন্যতম সাহসী কম্যান্ডার", রাওয়াতকে স্মরণ রাষ্ট্রপতির

author img

By

Published : Jan 26, 2022, 10:58 AM IST

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President remembers CDS Rawat in Republic Day) 73তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) ভাষণে প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন ৷

President Ram Nath Kovind remembers CDS Gen Bipin Rawat in Republic Day address
সাধারণতন্ত্র দিবসের ভাষণে রাওয়াতকে স্মরণ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, 26 জানুয়ারি: হেলিকপ্টার দুর্ঘটনায় সদ্য প্রয়াত দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President remembers CDS Rawat in Republic Day)৷ 73তম সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) ভাষণে তিনি রাওয়াতকে দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বলে উল্লেখ করলেন ৷

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি (President Ram Nath Kovind remembers CDS Gen Bipin Rawat) বলেন, কর্তব্যরত অবস্থায় একজন বীর জওয়ানের মৃত্যু হলে তা গোটা দেশের জন্য খুবই বেদনাদায়ক ৷ কোবিন্দের কথায়, "গত মাসে একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আমরা দেশের অন্যতম সাহসী কম্যান্ডার বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও অন্যান্য সাহসী সৈনিকদের হারিয়েছি ৷ এই ক্ষতির জন্য গোটা দেশ গভীর ভাবে মর্মাহত ৷"

আরও পড়ুন: ITBP Celebrates Republic Day : হাড় কাঁপানো শীতেও টগবগে জওয়ানরা, সাধারণতন্ত্র দিবস পালন আইটিবিপি-র

দেশের জওয়ান ও নিরাপত্তা রক্ষীরা দেশের গর্বের উত্তরাধিকার বয়ে নিয়ে চলেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি (President Kovind's Republic Day address) ৷ গতবছর সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্ষমতায়নে বিশেষ উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, "আমাদের কন্যারা কাচের ছাদ ভেঙে দিয়েছে এবং নয়া ক্ষেত্রে মহিলা অফিসারদের নিযুক্তিতে অনুমোদন দিয়েছে স্থায়ী কমিশন ৷ সৈনিক স্কুল ও জাতীয় ডিফেন্স অ্যাকাডেমি থেকে যে মহিলা প্রতিভা আসবে তা বাহিনীকে আরও মজবুত করবে ৷ লিঙ্গ ভারসাম্য তৈরি হওয়ায় আমাদের সশস্ত্র বাহিনীও তার থেকে সুবিধে পাবে ৷"

আরও পড়ুন: 73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

এ ছাড়াও দেশপ্রেম নাগরিকদের মধ্যে কর্তব্যবোধ বাড়িয়ে তুলতে পারে মনে করেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, "আপনি একজন ডাক্তার হোন বা আইনজীবী, দোকানদার হোন বা অফিসকর্মী, সাফাইকর্মী হোন বা দিনমজুর, প্রত্যেকে নিজের কর্তব্যটা পালন করলে সেটাই হবে দেশের জন্য আপনার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.