ETV Bharat / bharat

73rd Republic Day : সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

author img

By

Published : Jan 26, 2022, 8:51 AM IST

Updated : Jan 26, 2022, 2:16 PM IST

টুইটারে 73তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Modi Mamata greets nation on Republic Day) ৷

73rd Republic Day
সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মোদি-মমতার

নয়াদিল্লি, 26 জানুয়ারি : এবছর 73তম সাধারণতন্ত্র দিবস পালন করছে দেশবাসী ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার দিনটিকে প্রতিবছরই পালন করা হয় মর্যাদার সঙ্গে ৷ রাজধানী দিল্লির রাজপথ কুচকাওয়াজ ও বর্ণাঢ্য উৎসবে মুখর হয়ে ওঠে ৷ সেই উপলক্ষেই আজ সারা দেশে সাজ সাজ রব ৷ ইতিমধ্যেই টুইট করে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Modi Mamata greets nation on Republic Day) ৷

টুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‘দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ৷ জয় হিন্দ ৷’’ দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ৷

  • आप सभी को गणतंत्र दिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!

    Wishing you all a happy Republic Day. Jai Hind! #RepublicDay

    — Narendra Modi (@narendramodi) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : হাড় কাঁপানো শীতেও টগবগে জওয়ানরা, সাধারণতন্ত্র দিবস পালন আইটিবিপি-র

রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি টুইটারে লিখেছেন, ‘‘সাধারণতন্ত্র দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা । আসুন আমরা আবারও ভারতীয় সংবিধানের মূল কাঠামো রক্ষা করার শপথ নিই ।’’

  • सभी को 73वें गणतंत्र दिवस की शुभकामनाएं।

    भारतीय गणतंत्र के गौरव, एकता व अखंडता को अक्षुण्ण बनाए रखने के लिए अपना सर्वस्व अर्पण करने वाले सभी जवानों को नमन करता हूँ।

    आइए आज हम सभी स्वाधीनता के लोकतांत्रिक मूल्यों के प्रति अपनी प्रतिबद्धता सुनिश्चित करने का संकल्प लें।

    जय हिन्द! pic.twitter.com/jujYZVCn3C

    — Amit Shah (@AmitShah) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, ‘‘সবাইকে 73তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা । ভারতীয় সাধারণতন্ত্রের গর্ব, একতা এবং অখণ্ডতা অক্ষুণ্ন রাখতে তাদের জীবন উৎসর্গ করেছেন, এমন সমস্ত সৈন্যদের আমি প্রণাম জানাই । আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার নিশ্চিত করার জন্য শপথ নিই । জয় হিন্দ !’’

Last Updated :Jan 26, 2022, 2:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.