ETV Bharat / bharat

Ram Nath Kovind : সংসদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার স্থান, মনে করালেন রাষ্ট্রপতি

author img

By

Published : Aug 14, 2021, 8:31 PM IST

president of india ramnath kovind advocates to run parliament in proper manner
Ramnath Kovind : সংসদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার স্থান, মনে করালেন রাষ্ট্রপতি

সরকার ও বিরোধীদের গোলমালে সাম্প্রতিক বাদল অধিবেশনে সংসদ অচল ছিল ৷ সংসদ সুষ্ঠুভাবে চালানোর বার্তা দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷

নয়াদিল্লি, 14 অগস্ট : বাদল অধিবেশনে (Monsoon Session) সংসদ সুষ্ঠুভাবে চলেনি ৷ লোকসভা (Loksabha) ও রাজ্যসভা (Rajyasabha) অচল হয়েছিল বিরোধীদের বিক্ষোভের জেরে ৷ সরকার পক্ষের দাবি, বিরোধীরা সংসদ চলতে দেয়নি ৷ বিরোধীরা পালটা দাবি করে যে সংসদকে সুষ্ঠুভাবে চালানোর সদিচ্ছা নেই নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের ৷

এবার এই ইস্যুতে মুখ খুললেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) ৷ সংসদকে সুষ্ঠুভাবে চালানোর বার্তা দিলেন তিনি ৷ দেশের সাংসদদের মনে করালেন যে সংসদ হল গণতন্ত্রের মন্দির ৷ এখানে আলোচনা হতে পারে ৷ বিতর্ক হতে পারে ৷ আবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ৷ কিন্তু সবটাই হতে হবে দেশের মানুষের ভাল করার উদ্দেশ্য নিয়ে ৷

আরও পড়ুন : Ramnath Kovind : টোকিয়োর সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

আগামিকাল 75 তম স্বাধীনতা দিবস ৷ 74 বছর পেরিয়ে 75-এ পা রাখছে স্বাধীন ভারত ৷ শনিবার সেই উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সেখানেই সংসদ সুষ্ঠুভাবে চালানোর বার্তা দিলেন রাষ্ট্রপতি (President of India) ৷

একই সঙ্গে নতুন সংসদ ভবন (Central Vista) তৈরির প্রসঙ্গও তুললেন ৷ স্বাধীনতার 75 তম বর্ষে সংসদের নতুন ভবন তৈরি হওয়া গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেছেন নিজের ভাষণে ৷ এছাড়া সরকারের সাফল্যের নানা খতিয়ানও তিনি তুলে ধরেন ৷

আরও পড়ুন : ITBP-Gallantry medals : লাদাখে চিনের চোখে চোখ লড়াইয়ের পুরস্কার পাচ্ছেন 23 আইটিবিপি জওয়ান

বিরোধীদের দাবি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি করে দেওয়া ভাষণ পাঠ করেন ৷ সেখানে সরকারের সাফল্যের কথা বলা হবে সেটাই স্বাভাবিক ৷ তাছাড়া যে বিষয়গুলিতে বিতর্ক রয়েছে, সেগুলি মোদি সরকার কৌশলে রাষ্ট্রপতির মুখ দিয়ে বলিয়ে নিল ৷

অন্যদিকে এদিন রাষ্ট্রপতি তাঁর ভাষণে টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics) ভারতীয় খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন ৷ এবারের প্রতিযোগিতায় ভারতীয় মহিলা খেলোয়াড়রা যেভাবে সাফল্য লাভ করেছেন, তার কথা বিশেষ করে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি (President of India) ৷ তাঁর কথায়, এই ভাবে সমাজের সর্বক্ষেত্রে যদি ভারতের মেয়েরা সাফল্য পেতে থাকেন, তাহলে দেশের অগ্রগতিও দ্রুত হবে ৷

  • Our Parliament is the temple of our democracy which provides us highest forum where we discuss, debate and decide issues for the well-being of our people. It is a matter of great pride for all Indians that our Parliament will soon be housed in a new building. pic.twitter.com/4nfJcyDFLx

    — President of India (@rashtrapatibhvn) August 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Narendra Modi : 14 অগস্ট পালিত হবে 'দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস', ঘোষণা মোদির

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এবারের টোকিয়ো অলিম্পিকসে অংশগ্রহণকারীদের আলাপচারিতায় অংশ নেন রামনাথ কোবিন্দ ৷ সেখানে অলিম্পিক গেমসে সোনাজয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) থেকে রুপো-ব্রোঞ্জ পদকজয়ীরাও উপস্থিত ছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.