ETV Bharat / bharat

President-PM-Mamata Express Grief: দুর্ঘটনায় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর-মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Dec 23, 2022, 7:45 PM IST

উত্তর সিকিমে (North Sikkim) খাদে গাড়ি উলটে অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে (Army Vehicle Accident) ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ অনেকে ৷

President-PM-Mamata Express Grief
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর-মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ শুক্রবার উত্তর সিকিমে ওই দুর্ঘটনাটি ঘটে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-সহ অনেকেই শোকপ্রকাশ করেছেন ৷

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) তরফে জানানো হয়েছে, সেনার তিনটি গাড়ির কনভয় শুক্রবার সকালে উত্তর সিকিমের (North Sikkim) চাটেন থেকে থাঙ্গুর দিকে যাচ্ছিল । জেমা যাওয়ার পথে বাঁকে কনভয়ের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় (Army Vehicle Accident) ৷ অন্তত 16 জন সেনা জওয়ানের মৃত্যু হয় ৷ আহত হন অনেকে ৷ আপাতত তাঁরা চিকিৎসাধীন ৷

এই ঘটনার খবর মিলতেই শোকপ্রকাশ করে টুইট করেন রাষ্ট্রপতি ৷ তিনি লেখেন, ‘‘সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈন্যদের প্রাণহানির খবর জানতে পেরে মর্মাহত । নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷’’

  • Anguished to learn about the loss of lives of brave soldiers of Indian Army in a road accident in Sikkim. My heartfelt condolences to the families of the deceased. I pray for the speedy recovery of the injured.

    — President of India (@rashtrapatibhvn) December 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতীয় সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন । প্রধানমন্ত্রীর দফতরের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, "সিকিমে একটি সড়ক দুর্ঘটনার কারণে আমাদের সাহসী সেনা কর্মীদের প্রাণহানির ঘটনায় ব্যথিত । শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা । আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক ।"

  • Pained by the loss of lives of our brave army personnel due to a road mishap in Sikkim. Condolences to the bereaved families. May the injured recover soon: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) December 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জওয়ানদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন । তিনি টুইটে লিখেছেন, "সিকিমে আমাদের সাহসী সেনা সৈন্যদের জীবন কেড়ে নেওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে মর্মাহত । আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই । আহতদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হয়েছে, তাঁরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।"

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও । সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, "উত্তর সিকিমে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনায় গভীরভাবে ব্যথিত । জাতি তাঁদের সেবা ও অঙ্গীকারের জন্য গভীরভাবে কৃতজ্ঞ । শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা । যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও (Mamata Banerjee) ৷ টুইট করে তিনি শোকপ্রকাশ করেছেন ৷

  • I am deeply saddened by the unfortunate road accident in North Sikkim, claiming the lives of 16 bravehearts of the Indian Army.

    Heartfelt condolences to the bereaved families. May God give them strength to bear the irreparable loss. Praying for speedy recovery of the injured.

    — Mamata Banerjee (@MamataOfficial) December 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.