ETV Bharat / bharat

মুম্বইয়ে প্রশান্ত-শরদ সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে

author img

By

Published : Jun 11, 2021, 4:24 PM IST

আজ মুম্বইয়ে মহারাষ্ট্রের প্রবীণ নেতা শরদ পাওয়ারের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ ভোট-কৌশলী প্রশান্ত কিশোরের ৷ এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা ৷ তাহলে কি প্রশান্ত রাজনীতিতে আসছেন, নাকি 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব ৷ যদিও প্রশান্তের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্যই দেখা করছেন প্রশান্ত ৷

প্রশান্ত-শরদ সাক্ষাৎ আজ
প্রশান্ত-শরদ সাক্ষাৎ আজ

মুম্বই, 11 জুন : আজ সকাল এগারোটায় মুম্বইয়ে শরদ পাওয়ারের বাড়িতে পৌঁছানোর কথা প্রশান্ত কিশোরের ৷ এনসিপি নেতার বাড়িতে এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে আগামী 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে জল্পনা ৷ যদিও জানানো হয়েছে যে, বাংলা আর তামিলনাড়ুর জয়ের জন্য ধন্যবাদ জ্ঞাপন এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য ৷ প্রশান্তের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, একুশের বিধানসভা নির্বাচনে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এম কে স্টালিনকে সমর্থন করেছেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাবেন ভোট-কৌশলী ৷

আরও পড়ুন : অভিনেত্রী আয়েশা সুলতানার বিরুদ্ধে দায়ের দেশদ্রোহীতার অভিযোগ

তবে 2024-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শক্তিশালী জোট তৈরির পরিকল্পনাকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷ যদিও ভোটের ফলাফল বেরনোর দিনই প্রশান্ত একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি আর এই কাজ করতে চাই না ৷ যথেষ্ট হয়েছে ৷ এখন বিরতির সময়, আর জীবনে অন্য অনেক কিছু করার আছে ৷ আমি এই পদ ছাড়তে চাই ৷" এমনকি তাঁর রাজনীতিতে সরাসরি যোগ দেওয়া নিয়েও কানাঘুষো শোনা গিয়েছিল ৷

প্রশান্ত কিশোরের কৌশলে পশ্চিমবঙ্গে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি তথা নরেন্দ্র মোদির বিরুদ্ধে এই লড়াইয়ে জিতে কি 2024-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন তিনি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, "আমি মনে করি, 2024-এর যুদ্ধের জন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে ৷ তবে এখন কোভিডটাই প্রথম লড়াই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.