ETV Bharat / bharat

Delhi Air quality very poor: বাতাসের অবস্থা খুব খারাপ, দূষণ অব্যাহত দিল্লি-নয়ডায়

author img

By

Published : Dec 15, 2021, 12:03 PM IST

Pollution today: Air quality in Delhi, Noida in 'very poor' category
বাতাসের অবস্থা খুব খারাপ, দূষণ অব্যাহত দিল্লি-নয়ডায়

বাতাসের অবস্থা 'খুব খারাপ' রাজধানীতে ((Air quality in Delhi )) ৷ বায়ু দূষণ (Delhi Air quality very poor) অব্যাহত দিল্লি ও নয়ডায় ৷ কোয়ালিটি ইনডেক্স (AQI) 346 ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: আজও শোচনীয় অবস্থা রাজধানীর বাতাসের (Air quality in Delhi )৷ অব্যাহত দূষণ ৷ বায়ুর মান সার্বিক ভাবে এখনও 'খুব খারাপ' (Delhi Air quality very poor) ৷ সকাল 7.20-তে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল 346 ৷

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR)-এর দেওয়া তথ্য অনুযায়ী, সকাল 7.20-তে পিএম 2.5-এর মাত্রা ছিল 'খুব খারাপ' এবং পিএম 10 ছিল 'খারাপ' ক্যাটেগরিতে ৷

নয়ডাতেও (Noida in 'very poor' category) একই পরিস্থিতি ৷ বাতাসের অবস্থা আজও 'খুব খারাপ' (Pollution today)৷ একিউআই ছিল 344 ৷ একিউআই 269 থাকায় গুরুগ্রামের বাতাসের মান 'খারাপ' অবস্থায় রয়েছে ৷

আরও পড়ুন: Delhi's Air Quality Improves: হাওয়ার গতি অনুকূল, দূষণ কমল দিল্লিতে

একিউআই 0 থেকে 50-এর মধ্যে থাকলে তাকে 'ভাল', 51 থেকে 100-র মধ্যে থাকলে তাকে 'সন্তোষজনক', 101 থেকে 200-র মধ্যে থাকলে তাকে 'পরিমিত বা মডারেট'. 201 থেকে 300 পর্যন্ত থাকলে তাকে 'খারাপ', 301 থেকে 400-র মধ্যে থাকলে তাকে 'খুব খারাপ' এবং 401 থেকে 500-র মধ্যে থাকলে তাকে 'সিভিয়র' বা 'গুরুতর' বলে চিহ্নিত করা হয় ৷

আরও পড়ুন : Delhi Pollution : দূষণ নিয়ন্ত্রণে লকডাউনে রাজি দিল্লি সরকার, পাশের রাজ্যগুলিতেও একই বিধি কার্যকরের প্রস্তাব

সোমবার দূষণ (Delhi air pollution) নিয়ে পর্যালোচনা বৈঠক করে দিল্লি সরকার ৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিত্যপ্রয়োজনীয় ট্রাকের প্রবেশে যে নিষেধাজ্ঞা জারি ছিল, তার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে ৷

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.