ETV Bharat / bharat

MH NCP Political Crisis: শরদ-অজিতের বৈঠকের খবরে নয়া জল্পনা মহারাষ্ট্রের রাজনীতিতে

author img

By

Published : Aug 13, 2023, 4:49 PM IST

ETV Bharat
অজিত শরদ পাওয়ার বৈঠক

শনিবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা তাঁর ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন শরদ পাওয়ার ৷ এনসিপি প্রধান শরদের এই বৈঠকের খবরে জল্পনা ছড়িয়েছে ৷

পুনে, 13 অগস্ট: মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নয়া নাটক ৷ জানা গিয়েছে, এনসিপি-এর প্রধান শরদ পাওয়ার শনিবার পুনেতে গোপন বৈঠক করেছেন তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে ৷ এই দুই নেতার মধ্যে প্রায় 35 মিনিট বৈঠক হয়েছে ৷ শনিবারের এই বৈঠক এতটাই গোপনে হয় যে দু'পক্ষের অনেক নেতাই বিষয়টি জানতেন না ৷ তবে এই খবরটি সামনে আসতেই মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে ৷ কোনও কোনও সূত্রে বলা হচ্ছে, শরদ পাওয়ারকে সেখানকার এনডিএ জোট সরকারে জোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অজিত পাওয়ার ৷ মাস কয়েক আগেই এনসিপি নেতা অজিত পাওয়ার দলে তাঁর ঘনিষ্ঠ সিংহভাগ সাংসদ ও বিধায়কদের নিয়ে মহারাষ্ট্রের এনডিএ সরকারে যোগ দেন যদিও বিজেপিতে যোগ দেননি তিনি ৷ এরপর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর পদও পান তিনি ৷

শরদ ও অজিত পাওয়ারের এই বৈঠকের খবর আসার পর বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে ৷ শিবসেনা উদ্ধব গোষ্ঠীর নেতা তথা বিরোধী দলনেতা অম্বাদাস দানভে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এই ধরণের বৈঠক দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ৷ তিনি জানান, এই বৈঠকের খবরে বিরোধী শিবিরে বিভ্রান্তি তৈরি হচ্ছে তা অস্বীকার করা যায় না ৷ তবে এনসিপি প্রধান শরদ পাওয়ার ইতিমধ্যেই জানিয়েছেন তিনি বিজেপির সঙ্গে যাবেন না ৷ অন্যদিকে, মহারাষ্ট্রের এনসিপি প্রধান জয়ন্ত পাটিল জানিয়েছেন, বৈঠকে শরদ ও অজিতের মধ্যে কী কথা হয়েছে তা তিনি জানেন না ৷ পুনের বৈঠককে গোপন বলেও মানতে নারাজ তিনি ৷ অন্যদিকে, বিজেপি নেতা তথা আরেক উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন তিনি এই বৈঠকের বিষয়ে কিছু জানেন না ৷

আরও পড়ুন: 'বনবাসী' তকমা দিয়ে 'আদিবাসী'দের জঙ্গলে বেঁধে রাখতে চাইছে বিজেপি, তোপ রাহুলের

সূত্রের খবর, এখনও নিজের অবস্থানেই অনড় রয়েছেন পাওয়ার ৷ তিনি ভাইপো অজিত পাওয়ারের দেওয়া প্রস্তাব অস্বীকার করেছেন ৷ তবে কংগ্রেসের তরফে আপাতভাবে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না ৷ তাদের দাবি, পারিবারিক কারণেই এই দুই নেতার দেখা হতে পারে, এতে রাজনীতির গন্ধ খোঁজা উচিত নয় ৷ তবে বিরোধী কংগ্রেস ও শিবসেনা উদ্ধব গোষ্ঠীর অভিযোগ সিবিআই, ইডির মতো এজেন্সি কাজে লাগিয়ে মহারাষ্ট্রে বিরোধী জোট সরকারকে ভেঙেছে বিজেপি ৷ এখনও দল ভাঙানোর সেই চেষ্টাই করছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.