ETV Bharat / bharat

লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 73তম মৃত্যুবার্ষিকী, শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 12:09 PM IST

Updated : Dec 15, 2023, 12:16 PM IST

ETV Bharat
সর্দার বল্লভ ভাই প্যাটেলের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Tributes to the great Sardar Vallabhbhai Patel on his Punya Tithi: সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 15 ডিসেম্বর: লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের 73তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 1950 সালের আজকের দিনেই প্রয়াত হন জাতীয় রাজনীতির 'সর্দার' ৷ শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, "তাঁর দূরদর্শিতা, তাঁর নেতৃত্ব এবং দেশের ঐক্যের প্রতি তাঁর দায়বদ্ধতাই আধুনিক ভারতের ভিত্তি গঠন করেছে ৷ একটা শক্তিশালী, ঐক্যবদ্ধ দেশ গড়তে তাঁর সাহসী পদক্ষেপগুলি আমাদের পথ দেখিয়েছে ৷ তাঁর জীবন আর কাজ আমাদের উৎসাহ জুগিয়েছে ৷"

সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ তাঁকে আধুনিক ভারতের স্থপতি বলা হয় ৷ 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর পাঁচশোরও বেশি ছোট ছোট রাজ্যকে ভারত সরকারের অধীনে ঐক্যবদ্ধ করতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আরও স্মরণীয় ৷ তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, বিজেপি বরাবরই কংগ্রেসের এই নেতাকে রাজনীতির হাতিয়ার করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের দিকে এই বলিষ্ঠ নেতাকে অবহেলা করার অভিযোগও তুলেছেন অতীতে ৷

  • Tributes to the great Sardar Vallabhbhai Patel on his Punya Tithi. His visionary leadership and unwavering commitment to the nation's unity laid the foundations of modern India. His exemplary work guides us towards building a stronger, more united country. We continue to draw…

    — Narendra Modi (@narendramodi) December 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে সর্দার বল্লভ ভাই প্যাটেলই সেই ব্যক্তি, যিনি গান্ধি-হত্যার পর আরএসএস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ৷ তাছাড় মহাত্মা গান্ধি মৃত্যুর আগে শেষ বল্লভভাই প্যাটেলের সঙ্গেই কথা বলেছিলেন ৷ সেই বৈঠক শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাণ যায় জাতির জনকের। তৎকালীন উপ- প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল 1949 সালের জুলাই মাসে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করে, বর্তমান রাজনীতিতে বিজেপি সরকার বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবারই দাবি করে এসেছেন, তাঁর আগের সরকারগুলি সর্দার প্যাটেলকে শ্রদ্ধা জানানোর কোনও উদ্যোগ নেয়নি ৷ তিনিই একমাত্র ভারতের এই লৌহপুরুষকে যোগ্য সম্মান দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন ৷

2018 সালের 31 অক্টোবর গুজরাতের কেভরিয়ার কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি উন্মোচন করা হয় ৷ 182 মিটার উচ্চতার এই মূর্তিটি বিশ্বের উচ্চতম ৷ প্রধানমন্ত্রী এই মূর্তি নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ তিনি কংগ্রেস নেতাদের গুজরাতে এই মূর্তি দেখতে না-আসা নিয়েও কটাক্ষ করেছেন ৷ পাশাপাশি, অমিত শাহ দেশ গঠনের কারিগর হিসেবে চার গুজরাতির মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের নাম উল্লেখ করেছেন অতীতে ৷ গত মে মাসে দিল্লিতে আয়োজিত গুজরাতি সমাজের একটি সভা থেকে শাহ বলেন, ভারত গড়ার কাজে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন চার গুজরাতি। শাহ মনে করেন, জাতির জনক মহত্মা গান্ধি, লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল, দেশের প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে আজকের জায়গায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

আরও পড়ুন:

  1. 71তম মৃত্যুবার্ষিকীতে বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য মোদির
  2. লৌহমানবের জন্মদিনে দেশজুড়ে আজ রাষ্ট্রীয় একতা দিবস, শ্রদ্ধা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির
  3. ‘আমার মন পড়ে মোরবিতে’, জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Last Updated :Dec 15, 2023, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.