ETV Bharat / bharat

National Unity Day 2023: লৌহমানবের জন্মদিনে দেশজুড়ে আজ রাষ্ট্রীয় একতা দিবস, শ্রদ্ধা প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 10:26 AM IST

Etv Bharat
রাষ্ট্রীয় একতা দিবসে লৌহমানবকে শ্রদ্ধা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে আজ দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস ৷ এদিন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি থেকে শুরু করে দেশের বিশিষ্টরা শ্রদ্ধা জানালেন লৌহমানবকে ৷

নয়াদিল্লি ও গুজরাত, 31 অক্টোবর: আজ লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস তথা রাষ্ট্রীয় একতা দিবস ৷ স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর বল্লভভাই প্যাটেলের রাষ্ট্রনায়কত্ব ও দূরদর্শিতার কথা তুলে ধরেন বলেন,"উনি আমাদের জাতির ভাগ্যকে রূপ দিয়েছেন ৷"

এদিন রাজধানীর প্যাটেল চকে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অনেক বিশিষ্ট ব্য়ক্তি মঙ্গলবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করেন ৷

সোশাল মিডিয়া পোস্টে এদিন প্রধানমন্ত্রী লিখেছেন, "সর্দার প্যাটেলের জয়ন্তীতে আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব ও অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করি ৷ যার সঙ্গে তিনি আমাদের জাতির ভাগ্য গঠন করেছিলেন ৷ জাতীয় সংহতির প্রতি তাঁর প্রতিশ্রুতি আমাদেরকে পথ দেখায় ৷ তাঁর সেবায় আমরা চির ঋণী ৷"

1875 সালে গুজরাতে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল ৷ পেশায় ছিলেন আইনজীবী ৷ এছাড়াও স্বাধীনতা সংগ্রামের সময় তিনি কংগ্রেস নেতা ছিলেন ৷ মহাত্মা গান্ধির সহযোগী হিসেবে আবির্ভূত হন ৷ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর দৃঢ়তার জন্য শত শত রাজকীয় রাজ্যকে ইউনিয়নে একত্রিত করার কৃতিত্ব পান ৷

সোশাল মিডিয়ায় একটি পোস্টে শাহ বলেন,"ভারতের ঐক্য ও সমৃদ্ধি ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনের একমাত্র লক্ষ্য ৷ তাঁর দৃঢ় ইচ্ছাশক্তি, রাজনৈতিক প্রজ্ঞা এবং কঠোর পরিশ্রম দিয়ে, প্যাটেল ভারতকে 550টিরও বেশি রাজ্যে বিভক্ত করে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে কাজ করেছিলেন । দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্দার সাহেবের দেশ ও জাতি গঠনের কাজে নিবেদিত প্রাণ আমাদের সবসময় অনুপ্রাণিত করবে । লৌহমানব সর্দার প্যাটেলকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা এবং রাষ্ট্রীয় একতা দিবসে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা ৷"

আরও পড়ুন : অম্বাজি মন্দিরে পুজো ও আরতি করলেন মোদি, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.