ETV Bharat / bharat

Bhagat Singh Birth Anniversary: জন্মবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে স্মরণ মোদি-শাহের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 4:02 PM IST

Bhagat Singh Birth Anniversary
ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী

জন্মবার্ষিকীতে ভগৎ সিংকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তুলে ধরলেন স্বাধীনতা সংগ্রামে তাঁর লড়াই ও আত্মত্যাগের কথা ।

নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: জন্মবার্ষিকীতে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মোদির কথায়, তিনি চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন । বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর হ্যান্ডেলে লেখেন, "শহিদ ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি । ভারতের স্বাধীনতায় তাঁর আত্মত্যাগ এবং অটল উৎসর্গ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে । সাহসের আলোকবর্তিকা তিনি ৷ ভগৎ সিং চিরকাল ন্যায় ও স্বাধীনতার জন্য ভারতের নিরলস লড়াইয়ের প্রতীক হয়ে থাকবেন ৷"

  • Remembering Shaheed Bhagat Singh on his birth anniversary. His sacrifice and unwavering dedication to the cause of India’s freedom continue to inspire generations. A beacon of courage, he will forever be a symbol of India's relentless fight for justice and liberty. pic.twitter.com/cCoCT8qE43

    — Narendra Modi (@narendramodi) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভগৎ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন । হিন্দিতে একটি এক্স পোস্টে তিনি বলেছেন, "একদিকে ভগত সিং জি তাঁর দেশপ্রেম দিয়ে বিদেশী শাসনকে নতজানু করার জন্য কাজ করেছিলেন ৷ অন্যদিকে তাঁর ধারণা দিয়ে তিনি স্বাধীনতার সংগ্রামে বিভক্ত ভারতকে একত্রিত করার কাজ করেছিলেন ।" অমিত শাহ আরও লেখেন, "দেশের স্বাধীনতার জন্য আনন্দের সঙ্গে ফাঁসিতে ঝুলেছিলেন ভগৎ সিংজি ৷ তাঁর সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতার তরঙ্গ সমগ্র ভারতে আরও শক্তিশালী হয়ে ওঠে । ভগৎ সিংজির দেশপ্রেম এবং তাঁর চিন্তাধারা বছরের পর বছর জাতীয় সেবার শিখা জ্বালিয়ে রাখবে ।

  • भगत सिंह जी ने जहाँ एक ओर अपनी देशभक्ति से विदेशी हुकूमत को घुटने पर लाने का काम किया, वहीं दूसरी ओर अपने विचारों से स्वतंत्रता के संघर्ष में अलग-अलग बँटे भारत को एक करने का काम किया।
    देश की आजादी के लिए हँसते-हँसते फाँसी पर झूलने वाले भगत सिंह जी के सर्वोच्च बलिदान से पूरे भारत… pic.twitter.com/WugXE1R151

    — Amit Shah (@AmitShah) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: জীবনে একবারই গুলি ছুড়েছিলেন ভগৎ সিং

1907 সালে একটি জাট শিখ পরিবারে জন্ম হয় ভগৎ সিংহের । তাঁর পরিবার আগে থেকেই ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল । কৈশোরেই ভগৎ সিং ইউরোপীয় বিপ্লবী আন্দোলনের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন এবং নৈরাজ্যবাদকমিউনিজমের প্রতি আকৃষ্ট হন । এরপর তিনি একাধিক বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন । ভগৎ সিংকে 1931 সালে মাত্র 23 বছর বয়সে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয় । তিনি হাসতে হাসতে মৃত্যু বরণ করেন ৷ মৃত্যুর মুখেও তাঁর সাহস ও আত্মত্যাগের মনোভাব এবং তাঁর আদর্শবাদ তাঁকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম জনপ্রিয় আইকন করে তোলে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.