ETV Bharat / bharat

PM Modi on Amrit Bharat Station: নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় স্টেশন, উত্তর-পূর্বেও রেলের বিস্তারে জোর

author img

By

Published : Aug 6, 2023, 11:59 AM IST

Updated : Aug 6, 2023, 12:51 PM IST

508টি স্টেশনের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্টেশনগুলিকে নতুন করে ঢেলে সাজানো হবে ৷ ওয়াইফাই থেকে শুরু করে নানারকম আধুনিক ব্যবস্থা থাকবে ৷ সেখানে আঞ্চলিক শিল্পকলা, ঐতিহ্যকে তুলে ধরা হবে ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 6 অগস্ট: দেশজুড়ে 508টি স্টেশনের সংস্কারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করলেন প্রধানমন্ত্রী ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ দেশের বিভিন্ন প্রান্তে শীর্ষ প্রশাসনিক ও সাংবিধানিক আধিকারিকরা ৷ প্রধানমন্ত্রী জানান, অমৃত স্টেশন স্কিমের আওতায় এই স্টেশনগুলিকে বিশ্বমানের করে গড়ে তোলা হবে ৷

তিনি আরও জানান, রেলকে ভারতের 'লাইফ লাইন' বলা হয় ৷ এর সঙ্গে সংশ্লিষ্ট শহরের পরিচয়ও জুড়ে রয়েছে ৷ এই স্টেশনগুলি এখন শহরের 'হার্ট অফ দ্য সিটি'তে পরিণত হয়েছে ৷ তাই স্টেশনগুলিকে বিশ্বমানের করা হবে ৷ সেখানে ফ্রিতে ওয়াইফাই ব্যবস্থা থাকবে ৷ এর ফলে পড়ুয়াদের সুবিধে হবে ৷

উত্তর-পূর্বে রেলওয়ের বিস্তারেও গুরুত্ব দেওয়া হয়েছে ৷ সেখানে রেললাইন বিস্তারের কাজ দ্রুতগতিতে চলছে ৷ খুব শীঘ্রই উত্তর-পূর্বের রাজধানীগুলিকে রেলের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে ৷ এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, নাগাল্যান্ডে 100 বছর বাদে দ্বিতীয় রেল স্টেশন তৈরি হয়েছে ৷ এই অঞ্চলে নতুন রেললাইনের কমিশন আগের থেকে 3 গুণ বেড়েছে ৷

আরও পড়ুন: 'দুর্নীতি-পরিবারবাদ ইন্ডিয়া ছাড়ো', ঘুরপথে বিরোধীদের তোপ মোদির

গত 9 বছরে ব্যবসা-বাণিজ্যের জন্য 2 হাজার 200 কিলোমিটার ট্রেড করিডোর তৈরি হয়েছে ৷ মালগাড়ির যাতায়াতের সময় কমেছে ৷ বর্তমানে 40 শতাংশ সময় কম লাগছে ৷ যাতায়াতের সময় কমে যাওয়ার অর্থ, মালগাড়ির গতিবেগ বেড়েছে ৷ এতে ব্যবসায়ী, কৃষকদের লাভ হচ্ছে ৷ ফল, সবজিও দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরও দ্রুত পৌঁছে যাচ্ছে ৷

এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন, কয়েক বছরের মধ্যে দেশের সব ট্রেন বৈদ্যুতিন শক্তিতে চলবে ৷ 9 বছরে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী স্টেশনের সংখ্যা 1 হাজার 200 ছাড়িয়েছে ৷ তিনি দেশের সব স্টেশন গ্রিন এনার্জির দ্বারা পরিচালিত হোক ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, দেশে এতগুলি স্টেশনের অত্যাধুনিকীকরণ হলে আবহাওয়াটাই বদলে যাবে ৷ প্রতিটি স্টেশনে 'ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট' শুরু হবে ৷ এর ফলে জেলার ব্র্যান্ডিং হবে ৷ অমৃত রেলওয়েল স্টেশনগুলি গর্বের বিষয় হয়ে উঠবে ৷ জেলার আঞ্চলিক শিল্প-সংস্কৃতি, ঐতিহ্যের কথা তুলে ধরা হবে এই অমৃত ভারত স্টেশনগুলিতে ৷

এর উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, জয়পুর রেলস্টেশনে হাওয়া মহল, জম্মু-কাশ্মীরের তাওয়াই স্টেশনে রঘুনাথ মন্দির, নাগাল্যান্ডের স্টেশনে 16টি উপজাতির আঞ্চলিক শিল্পকলা থাকবে ৷

আরও পড়ুন: শাহের সফরের মাঝেই এল লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের হুমকি ফোন, সতর্ক মুম্বই পুলিশ

তীর্থ ভারত গৌরব টুরিস্ট ট্রেনও চলছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ সেই ট্রেনগুলির বিস্তারেও জোর দেওয়া হচ্ছে ৷ তিনি আরও জানান, ভারতীয় রেলের বৃদ্ধিকে বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রেলের পরিকাঠামো উন্নয়নে রেকর্ড বিনিয়োগ করা হয়েছে ৷ এবছরের বাজেটে রেলমন্ত্রকের জন্য দেড় লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ 2014 সালের বাজেটের তুলনায় যা 5 গুণ বেশি ৷

Last Updated :Aug 6, 2023, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.