ETV Bharat / bharat

PM Modi repeats 'quit India' jibe: বিরোধীদের কটাক্ষ করে সরকারি অনুষ্ঠানে ফের মোদির মুখে 'কুইট ইন্ডিয়া'র কথা

author img

By

Published : Aug 7, 2023, 4:24 PM IST

ETV Bharat
নরেন্দ্র মোদি

জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও বিরোধী জোটকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 7 অগস্ট: বিজেপি বিরোধী 26টি দলের জোট যবে থেকে তাদের নাম 'ইন্ডিয়া' বলে ঘোষণা করেছে প্রায় সেদিন থেকেই এই জোটকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দলীয় মঞ্চ হোক বা সরকারি অনুষ্ঠান ঘুরিয়ে ফিরিয়ে কখনও সরাসরি নাম করে কখনও বা আকারে ইঙ্গিতে 'ইন্ডিয়া' জোট ও এই এই নাম নিয়ে কটাক্ষ শোনা গিয়েছে মোদির মুখে ৷ বুধবারও অন্যথা হল না ৷ গত কয়েকদিনের ধারা বজায় রেখে এদিনও তাঁর মুখে শোনা গিয়েছে 'কুইট ইন্ডিয়া'র কথা ৷

জাতীয় হ্যান্ডলুম দিবস উপলক্ষে এদিন দিল্লির ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "কেউ কেউ ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় বাধা দিচ্ছে, তাই দেশবাসীও এখন একসুরে বলছে দুর্নীতি, পারিবারতান্ত্রিক রাজনীতি, তোষণ ভারত ছাড়, কুইট ইন্ডিয়া ৷" রবিবারও রেলের অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর মুখে কুইট ইন্ডিয়ার কথা শোনা গিয়েছিল ৷

নরেন্দ্র মোদি এদিন দাবি করেন, বর্তমানে দেশ নতুন স্বদেশী আন্দোলনের সাক্ষী হচ্ছে, ভারতীয় হ্যান্ডলুম বা তাঁতশিল্প দেশের বিবিধতা ফুটিয়ে তুলছে ৷ স্থানীয় উৎপাদন ও ব্যবসা বৃদ্ধির স্বার্থে কয়েক বছর আগে 'ভোকাল ফর লোকাল' স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এদিন তিনি জানান, এই স্লোগান কাজ দিয়েছে স্থানীয় ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে ৷ তাঁর সরকারের আমলে দেশের তাঁত ও বস্ত্র শিল্পের কী উন্নতি হয়েছে সে প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন জানান, তাঁতিদের আধুনিক প্রযুক্তির সাহায্য দেওয়া হচ্ছে তাঁরা আরও কম মূল্যে ভালো নকশা তৈরি করতে পারেন ৷

আরও পড়ুন: 137 দিন পর সংসদে ফিরলেন সাংসদ রাহুল, স্বাগত জানাল ‘ইন্ডিয়া’

নরেন্দ্র মোদির দাবি, দেশে নব্য মধ্যবিত্ত শ্রেণির উত্থান হচ্ছে যার ফলে কেনাকাটা বাড়ছে ও দেশের বস্ত্রশিল্পেরও উন্নতি হচ্ছে ৷ তাঁর দাবি খাদির পণ্যের বিক্রি বেড়ে এখন বছরে প্রায় 1.30 লক্ষ কোটি টাকার হয়েছে, যা 2014 সালের আগে মাত্র 25-30 হাজার কোটি টাকার ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.