ETV Bharat / bharat

PM Narendra Modi : ভারত বায়োটেক-সহ সাত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

author img

By

Published : Oct 23, 2021, 10:14 PM IST

শনিবার সকাল 7টা পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ভারত কোভিড টিকাকরণে 101 কোটির ল্যান্ডমার্ক ছাড়িয়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে এখনও পর্যন্ত ভ্যাকসিনের 101.30 কোটি (1,01,30,28,411) ডোজ দেওয়া হয়েছে ৷

PM Narendra Modi
ভারত বায়োটেক-সহ সাত ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, 23 অক্টোবর : লক্ষ্মীবারে দেশজুড়ে কোভিডের টিকাকরণে মাইলস্টোন ছুঁয়েছে দেশ ৷ দেশে ভ্যাকসিনের মোট 100 কোটি ডোজ দিয়ে নয়া নজির গড়েছে ভারত ৷ পরদিনই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দেশবাসীকে সেই সাফল্যের শরিক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর শনিবার মাইলস্টোন ছোঁয়ার পর দেশজুড়ে টিকাকরণে অগ্রগতি বজায় রাখতে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলোর সঙ্গে বিশেষ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী ৷

দেশের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোর মধ্য়ে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ড: রেড্ডিস ল্য়াবরেটরিস প্রভৃতি সংস্থাগুলোর উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য ৷ বৈঠকে ছিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রমুখ ৷

শনিবার সকাল 7টা পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ভারত কোভিড টিকাকরণে 101 কোটির ল্যান্ডমার্ক ছাড়িয়ে গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ভারতে এখনও পর্যন্ত ভ্যাকসিনের 101.30 কোটি (1,01,30,28,411) ডোজ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত

সরকারি সূত্রে জানা গিয়েছে, দেশের 75% যোগ্য প্রাপ্তবয়স্ক অন্ততপক্ষে প্রথম ডোজ পেয়েছেন আর প্রায় 31% মানুষ ভ্যাকসিনের 2 ডোজই নিয়েছেন ৷ এ বছর 16 জানুয়ারি দেশজুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল ৷ 2 ফেব্রুয়ারি ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয় ৷ অর্থাৎ, 100 কোটির মাইলস্টোন ছুঁতে 276 দিন সময় লেগেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.