ETV Bharat / bharat

Kerala Water Metro: কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রোর ফ্ল্যাগ অফ করলেন মোদি

author img

By

Published : Apr 25, 2023, 5:44 PM IST

PM Modi flags off India's first Water Metro
নরেন্দ্র মোদি

কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রোর ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিরুবনন্তপুরমে তিনি বলেছেন, ওই রাজ্য়ের উন্নয়ন হলে দেশেরও বিকাশ ঘটবে ৷

কোচি, 25 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের প্রথম ওয়াটার মেট্রো যাত্রা শুরু করল কেরলে । উপকূলীয় রাজ্যে পরিবহণের অনন্য এই মাধ্যম কোচির আশপাশের 10টি দ্বীপকে ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোটের মাধ্যমে শহরের সঙ্গে সংযুক্ত করবে । ওয়াটার মেট্রো হল একটি অনন্য শহুরে গণ ট্রানজিট সিস্টেম যার অভিজ্ঞতা এবং যাতায়াতের সুবিধে প্রচলিত মেট্রো সিস্টেমের মতোই ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের উদ্বোধন করার পর তিরুবনন্তপুরমে বলেন, "কেরল সচেতন এবং শিক্ষিত মানুষের একটি রাজ্য । কঠোর পরিশ্রম এবং নম্রতা তাদের পরিচয়ের অংশ ৷" কেন্দ্রের বিজেপি সরকার সমবায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর জোর দেয় বলে জানিয়ে তিনি বলেন যে, রাজ্যগুলির উন্নয়নই দেশের উন্নয়নের উত্স । কেরলের উন্নয়ন হলে, ভারতও দ্রুত বিকশিত হবে ৷

প্রধানমন্ত্রী তিরুবনন্তপুরম থেকে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসেরও ফ্ল্যাগ অফ করেন । তাঁর কথায়, ভারতের রেল নেটওয়ার্ক দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উচ্চ গতির জন্য প্রস্তুত হচ্ছে ৷

এর আগে, এএনআই-এর সঙ্গে কথা বলার সময় কোচি মেট্রো রেল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বলেছিলেন, কোচির ওয়াটার মেট্রো প্রকল্পটি একটি অনন্য প্রকল্প যা প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন । এটি একটি গেম পরিবর্তনকারী পরিবহণ ব্যবস্থা কারণ কোচি অনেক দ্বীপ দ্বারা বেষ্টিত এবং এর মধ্যে 10টি দ্বীপ খুবই গুরুত্বপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ । যারা যাতায়াতের জন্য মূল জমির উপর নির্ভর করে, তারা খুব সাশ্রয়ী মূল্যে একটি দীর্ঘমেয়াদি, নিয়মিত এবং বিলাসবহুল পরিবহণ ব্যবস্থা পাবে বলে জানান তিনি ৷

কেরল সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3200 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন । কোচি ওয়াটার মেট্রো ছাড়াও, ডিন্ডিগুল-পালানি-পালক্কাদ সেকশনের রেল বিদ্যুতায়নও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রী মোদি তিরুবনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ-সহ বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন ৷

দুদিনের সফরে কেরলে আসা প্রধানমন্ত্রী এর আগে 24 এপ্রিল কোচিতে একটি মেগা রোডশো করেন । কেরলের ঐতিহ্যবাহী পোশাক পরে কোচির রাস্তায় হাঁটেন নমো । রাস্তার দুই পাশে সারিবদ্ধ মানুষ প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত ছিলেন ৷ তাঁরা তাঁর গায়ে ফুলের বর্ষণ করেন । মানুষের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । 15 মিনিটের বেশি হাঁটার পর, নিরাপত্তা কর্মীরা তাঁকে একটি এসইউভিতে নিয়ে যান ।

আরও পড়ুন: কেরলে দেশের প্রথম ওয়াটার মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.