ETV Bharat / bharat

Chess Olympaid: 44 তম চেস অলিম্পিয়াডের সূচনা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jul 29, 2022, 8:25 AM IST

28 জুলাই থেকে শুরু হওয়া 44 তম চেস অলিম্পিয়াড চলবে 10 অগস্ট পর্যন্ত ৷ 187টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে (Chess Olympaid) ৷

44th Chess Olympaid
চেস অলিম্পিয়াডের আসর চেন্নাইয়ে

চেন্নাই, 29 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে বৃহস্পতিবার উদ্বোধন হল 44 দম চেস অলিম্পিয়াডের (PM Modi declares 44th Chess Olympiad open) ৷ এদিন জেএলএন ইনডোর স্টেডিয়ামে এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, অভিনেতা রজনীকান্ত প্রমুখ ৷

উল্লেখ্য, এই চেস অলিম্পিয়াড উপলক্ষে গত 19 জুন নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ন্যাশনাল স্টেডিয়াম থেকে টর্চ রিলের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, "তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরের গায়ে আঁকা রেখচিত্রে বিভিন্ন খেলার কথা ফুটে ওঠে ৷ দাবা খেলার সঙ্গে এই রাজ্যের এক ঐতিহাসিক যোগ আছে ৷ এই রাজ্য বহু বিখ্যাত দাবারুর জন্ম দিয়েছে ৷ "

আরও পড়ুন: নীরজের মোমের মূর্তি দেখতে ভিড় ওয়্যাক্স মিউজিয়ামে

28 জুলাই থেকে শুরু হওয়া এই চেস অলিম্পিয়াড চলবে 10 অগস্ট পর্যন্ত ৷ 187টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.