ETV Bharat / bharat

Lunar Eclipse: 29 অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের আকাশে, রইল বিস্তারিত তথ্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 1:57 PM IST

Updated : Oct 25, 2023, 2:18 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Partial Lunar Eclipse in India: 29 অক্টোবর চন্দ্রগ্রহণ ৷ আর ওইদিনের চন্দ্রগ্রহণ ভারতের আকাশে আংশিক দেখা যাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা কেন্দ্র ৷ মূলত, 28 অক্টোবর মধ্যরাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে ৷ ভারতীয় সময় 29 অক্টোবর এটি আংশিক দেখা যাবে ৷

হায়দরাবাদ, 25 অক্টোবর: আগামী 29 অক্টোবর মধ্যরাতে ভারতের আকাশে আংশিক চন্দ্রগ্রহণের দেখা মিলবে ৷ 29 অক্টোবর রাত 1টা 6 মিনিট থেকে 2 টো 23 মিনিট পর্যন্ত এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারবেন ভারতীয়রা ৷ উল্লেখ্য, গত 14 অক্টোবর ছিল সূর্যগ্রহণ ৷ সেদিন 'রিং অফ ফায়ার' বা 'আগুনের বলয়' তৈরি হয়েছিল আকাশে ৷ কিন্তু, সেই অসাধারণ মহাজাগতিক ঘটনা ভারত থেকে দেখা যায়নি ৷

বিজ্ঞান মন্ত্রক আনুষ্ঠানিকভাবে চন্দ্রগ্রহণ নিয়ে বিবৃতি জারি করেছে। তাতে মন্ত্রক জানিয়েছে, 28 অক্টোবর মধ্যরাত থেকে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়তে শুরু করবে ৷ এই পর্ব 28 অক্টোবর শুরু হলেও, 29 অক্টোবর রাত 1টা 6 মিনিট থেকে 2টো 23 মিনিট পর্যন্ত তা দেখা যাবে ৷ এই আংশিক চন্দ্রগ্রহণ মোট 1 ঘণ্টা 19 মিনিট পর্যন্ত স্থায়ী হবে বলে মনে করছে মন্ত্রক ৷

চন্দ্রগ্রহণ কী?- চন্দ্রগ্রহণ এমন এক অসাধারণ মহাজাগতিক ঘটনা, যখন পৃথিবীর অবস্থান চাঁদ এবং সূর্যের ঠিক মাঝখানে থাকে ৷ ফলস্বরূপ, পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠের উপর পড়ে ৷ সেই পরিস্থিতিকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে ৷ তবে, ভারত থেকে এই চন্দ্রগ্রহণ সম্পূর্ণ দেখা যাবে না ৷ আংশিক এই গ্রহণে, চাঁদের উপর পৃথিবীর ছায়ার সামান্য একটি অংশ পড়তে দেখা যাবে ৷ যেহেতু, চাঁদের উপর পৃথিবীর ছায়া থাকবে, তাই গ্রহণের সময় চাঁদের রং রক্তাভ হয়ে উঠবে ৷ এই অবস্থাকে বিজ্ঞানের ভাষায় 'ব্লাড মুন' বলা হয় ৷

আরও পড়ুন: মহাকাশ গবেষণায় নয়া মোড় ! 21 সেমি দীর্ঘ রেডিও সংকেত ধরলেন বিজ্ঞানীরা

এই চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনও টেলিস্কোপের প্রয়োজন হবে না ৷ রাতের আকাশে খালি চোখেই চাঁদের দিকে তাকালে চন্দ্রগ্রহণ দেখা যাবে ৷ অবশ্যই সময়টা হতে হবে রাত 1টা 6 মিনিট থেকে রাত 2টো 23 মিনিটের মধ্যে ৷ পাশাপাশি, মহাকাশ গবেষণা কেন্দ্রের ইউটিইউব চ্যানেলেও এই আংশিক চন্দ্রগ্রহণ দেখানো হবে ৷

Last Updated :Oct 25, 2023, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.