ETV Bharat / bharat

জঙ্গলে হাইটেনশন তারে তড়িদাহত হয়ে মৃত শাবক-সহ 2 প্যান্থার, ঝলসানো দেহ উদ্ধার আরও কিছু পশুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 5:41 PM IST

Panthers electrocuted in Rajasthan: রাজস্থানের ডাবি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি প্যান্থারের মৃত্যু হয়েছে ৷ প্রাণ গিয়েছে তাদের দুই শাবকেরও ৷

Panthers electrocuted in Rajasthan
তড়িদাহত হয়ে মৃত

বুন্দি, 13 ডিসেম্বর: রাজস্থানে হাইটেনশন লাইনের ভাঙা তারে লেগে তড়িদাহত হয়ে মৃত্যু হল দুটি প্যান্থার-সহ বেশ কয়েকটি পশুর ৷ বুন্দি জেলার ডাবি এলাকায় ঘটনাটি দু-একদিন আগে ঘটলেও বন দফতর এই খবর জানতে পারে মঙ্গলবার সন্ধ্যায় ৷ এরপর বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুটি প্যান্থার, দুটি শাবক, তিনটি গবাদি পশু ও তিনটি বেজির দেহ উদ্ধার করেছে । দেহগুলি ডাবি রেঞ্জে নিয়ে আসা হয়েছে, বুধবার সেগুলির ময়নাতদন্ত করা হবে ।

বন বিভাগের ডাবি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় শর্মা জানিয়েছেন, দশলিয়া (এ) বন বিভাগের ঘন জঙ্গলে এই দুর্ঘটনা ঘটেছে । ঘটনাস্থলে 11 কেভি হাইটেনশন লাইনের তার মাটিতে পড়েছিল এবং তার ফলে তড়িদাহত হয়ে বন্যপ্রাণী ও গবাদি পশুদের মৃত্যু হয় ৷ সম্ভবত গবাদি পশুরাই প্রথম তড়িদাহত হয় ৷ এরপর তাদের খাওয়ার জন্য স্ত্রী প্যান্থার এবং তার দুটি শাবকও সেখানে পৌঁছেছিল । মৃত গবাদি পশু খেতে গিয়ে, তাদের শরীরে তড়িৎ প্রবাহিত হয়ে ঘটনাস্থলেই তাদেরও মৃত্যু হয় । এরপর তাদের খুঁজতে আসা পুরুষ প্যান্থারটিও একইভাবে মারা যায় বলে মনে করা হচ্ছে । একই রকম ভাবে যে পশুরা দেহগুলি খেতে এসেছিল তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ।

রেঞ্জার সঞ্জয় শর্মা বলেন যে, "রাস্তা থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে ঘন জঙ্গলে এই দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনাটি দু-একদিনের পুরনো বলে মনে হচ্ছে, তবে বিদ্যুৎ অবিরাম প্রবাহিত হয়েছে ৷ কারণ কাছাকাছি প্রচুর পরিমাণে ঘাস পুড়ে গিয়েছে । মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে এই দুর্ঘটনা দু-একদিন আগে ঘটেছে । যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি । এমনকি বাইকও যায় না । আমরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছেছি । সম্ভবত দুটি প্যান্থারের বয়স 2 থেকে 3 বছর বলে মনে হচ্ছে এবং শাবকগুলি 3 থেকে 4 মাস বয়সি হতে পারে । বয়সের সঠিক মূল্যায়ন ময়নাতদন্তেই পরিষ্কার হবে ।"

যাঁদের গবাদি পশু মারা গিয়েছে, তাঁরা নিজেদের গরুর খোঁজ না পেয়ে খুঁজতে খুঁজতে সেই এলাকায় গিয়ে এই অবস্থা দেখে ৷ তাঁরাই খবর দেন বন বিভাগের কর্মকর্তাদের । বন দফতর জানিয়েছে, তারা গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করেন ৷ এরপর অনেক কষ্টে বুধবার রাতে বন্য প্রাণীগুলির মৃতদেহ ডাবি রেঞ্জে আনা হয় ৷ সেখানেই মেডিক্যাল বোর্ড ময়নাতদন্ত করবে । সেই সময় পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থাকবেন । এরপর শেষকৃত্য সম্পন্ন হবে পশুগুলির । এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে ।

যে 11 কেভি লাইন থেকে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি ডাবি থেকে বাদফু পর্যন্ত । তবে দুই দিন ধরে লাইন ভাঙার খবর পায়নি বিদ্যুৎ বিভাগ । এ বিষয়ে জেভিভিএনএল-এর জুনিয়র ইঞ্জিনিয়ার প্রতীক শর্মা বলেন, "ইনসুলেটর ভাঙার কারণে চার ফুট নিচে পড়ে গিয়েছিল । এ বিষয়ে খবর পেয়ে আমরা লাইন বন্ধ করে দিই ।" ডাবি রেঞ্জার শর্মা বলেছেন যে, তিনি বিদ্যুৎ বিভাগের কাছে বিষয়টি জানতে চাইলে তাঁরা জানান যে, তিনটি ফেজ লাইন রয়েছে । যেখানে এটি যাচ্ছে, বেশিরভাগ সিঙ্গল ফেজ মোটর সেখানে চলে । এ কারণে কেউ অভিযোগ করেনি, তাই কোনও তথ্য পাওয়া যায়নি ।

আরও পড়ুন:

  1. রাস্তায় ছুটে বেড়াচ্ছে কালো চিতা, শৈলরানিতে চাঞ্চল্য
  2. রাস্তা পার হচ্ছে ব্ল্যাক প্যান্থার, মুহূর্তেই ভাইরাল ভিডিয়ো
  3. বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ফের দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.