ETV Bharat / bharat

Pakistani Drone Recovered: অমৃতসরে সীমান্ত-লাগোয়া গ্রাম থেকে ফের উদ্ধার পাকিস্তানি ড্রোন

author img

By

Published : Jul 9, 2023, 3:36 PM IST

Pakistani Drone
পাকিস্তানি ড্রোন

অমৃতসরের একটি গ্রাম থেকে উদ্ধার হল পাকিস্তানি ড্রোন ৷ সেটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷

অমৃতসর, 9 জুলাই: ফের ভারত-পাকিস্তান সীমান্তের কাছে উদ্ধার হল একটি ড্রোন ৷ অমৃতসরের লোপোক থানার অন্তর্গত কক্কর গ্রাম থেকে রবিবার পাকিস্তানি ড্রোনটি উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী ৷ সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগ এই অপারেশনটি সম্পন্ন হয়েছে ৷

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন চলাচল ৷ তবে পুনরায় বাড়তে শুরু করেছে পাকিস্তানি ড্রোনের ব্যবহার । এই নিয়ে টানা দ্বিতীয় দিন পঞ্জাব সীমান্তে উদ্ধার করা হল ড্রোন। নিরাপত্তা কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন ড্রোনটি উদ্ধার করা হয়েছে ৷ ভারত-পাক সীমান্তের গ্রামগুলিতে রাজ্যপাল বনওয়ারি লালা পুরোহিতের নির্দেশে এই কমিটিগুলি তৈরি করা হয়েছে ।

বিএসএফ জানিয়েছে, অমৃতসরের সীমান্তে অবস্থিত কক্কর গ্রাম থেকে এই ড্রোনটি উদ্ধার করা হয়েছে । এক কৃষক ড্রোনটি দেখতে পেয়ে বিএসএফ ও পুলিশকে খবর দেন ৷ এরপরেই বিএসএফের 22 ব্যাটেলিয়ন এবং পঞ্জাব পুলিশের যৌথ দল এই ড্রোনটি উদ্ধার করে । এটি একটি অন্য ধরনের ড্রোন, যা উদ্ধারের পর পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তদন্তের পরেও এই ড্রোনের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ড্রোন উদ্ধার হয়েছে ৷ 21 মে বিএসএফ জওয়ানরা রাত 9 টার দিকে অমৃতসরের আটারি সীমান্তের কাছে একটি পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামান ৷ তার থেকে সন্দেহজনক একটি মাদকের প্যাকেট উদ্ধার হয়। গুলিবর্ষণের পর ড্রোনটি ভারতীয় সীমান্তের পুল-মৌরের মাঠে পাওয়া যায় ।

আরও পড়ুন: ফের পঞ্জাবে পাক সীমান্তে গুলি করে ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার মাদক

ভারতীয় সীমান্তে পাকিস্তানি চোরাকারবারিরা ড্রোনের মাধ্যমে মাদক চোরাচালান করার চেষ্টা করে । তবে সীমান্তে মোতায়েন বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ানদের তৎপরতায় বারংবার তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে । একাধিকবার বিএসএফ গুলি করে নামিয়েছে পাকিস্তানি ড্রোনকে ৷ পঞ্জাবের অমৃতসর সীমান্তের কাছে ড্রোনের বাড়বাড়ন্ত বেশি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.