ETV Bharat / bharat

Oppositions Meet at Patna: 23 জুন পটনায় বিরোধী বৈঠক, কতটা বদলাবে রাজনৈতিক সমীকরণ ?

author img

By

Published : Jun 19, 2023, 10:54 AM IST

Oppositions Meet at Patna ETV BHARAT
Oppositions Meet at Patna

23 জুন শুক্রবার পাটনায় বৈঠক বসছে বিজেপি বিরোধী দলগুলি ৷ বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়াই করা যেতে পারে তা নিয়েই আলোচনা হবে বৈঠকে। কিন্তু শেষমেশ কি বিরোধী জোট হবে ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

পটনা, 19 জুন: 23 জুন পটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক ৷ সেই বৈঠকের প্রস্তুতির উপর নজর রাখছেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ দলের জাতীয় সভাপতি এবং শীর্ষ নেতাদের পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, আগামী 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই বিরোধী বৈঠক খুবই গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির প্রেক্ষপটে ৷

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিজেপি বিরোধী 17টি দল 23 জুনের বৈঠকে উপস্থিত থাকবে ৷ মূলত, দলগুলির শীর্ষ নেতারাই থাকবেন সেই বৈঠকে ৷ বিশেষত, ওই বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি উপস্থিত থাকবেন কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধী জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, মহারাষ্ট্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে- সহ আরও কিছু নেতার থাকার কথা রয়েছে।

আরও পড়ুন: ইমার্জেন্সি দেশের ইতিহাসের অন্ধকার যুগ, নির্যাতিত হন গণতন্ত্রের সমর্থকরা: মোদির মন কি বাত

গত 3 মাসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমার ও তেজস্বী যাদব বাংলায় এসে দেখা করে গিয়েছেন ৷ এমনকী অরবিন্দ কেজরিওয়াল তাঁর শীর্ষ নেতৃত্বদের নিয়ে নবান্নে এসেছিলেন ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সেদিন নবান্নের বৈঠকে যোগ দেন। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও মমতার সঙ্গে সাক্ষাৎ করেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত কোনও বৈঠকের পরই বিজেপি বিরোধী এই প্রস্তাবিত জোটে কংগ্রেসের থাকা নিয়ে কথা কেউ কোনও কথা বলেননি। সূত্রে খবর, তৃণমূল ও আপ জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে চাইছে না ৷ কিন্তু, বাকি রাজনৈতিক দলগুলির অবস্থান পুরোপুরি আলাদা ৷ রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করে কংগ্রেসকে ছাড়া বিজেপি বিরোধী কোনও জোট ততটা কার্যকরী হবে না ।

আরও পড়ুন: দেশ ভাঙার কারিগর ! রাহুলের জন্মদিনে বিশেষ 'উপহার' বিজেপির

কংগ্রেসকে ছাড়া বাকি দলগুলি আঞ্চলিক ক্ষেত্র ছাড়া তেমন শক্তিশালী নয় ৷ সেখানে কংগ্রেসের আধিপত্য জাতীয়স্তরে বাকিদের থেকে স্বাভাবিকভাবেই অনেকটা বেশি ৷ সেখানে ছোট আঞ্চলিক দলগুলির একত্রিত হয়ে বিজেপির মতো সুপার-পাওয়ারের সঙ্গে লড়াই করাটা কখনই বাস্তবিক নয় বলেই মনে করেন অনেকে ৷ সেখানে বিজেপি তথা মোদি ফ্যাক্টরকে চ্যালেঞ্জ জানাতে কংগ্রেসের বিকল্প এখনও ভারতীয় রাজনীতিতে তৈরি হয়নি বলেই মনে করছে বিশেষজ্ঞদের অধিকাংশ ৷ এমনই সব প্রশ্নের সামনে দাঁড়িয়ে 23 তারিখ বৈঠকে বসছে কংগ্রেস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.