ETV Bharat / bharat

Vice President Election 2022: বিরোধীদের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন মার্গারেট আলভা, ঘোষণা পাওয়ারের

author img

By

Published : Jul 17, 2022, 4:58 PM IST

Updated : Jul 17, 2022, 5:57 PM IST

মার্গারেট আলভা
Margaret Alva

আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের তরফে প্রার্থী হচ্ছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা ৷ রবিবার দিল্লিতে এই ঘোষণা করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (opposition vice presidential election candidate is Margaret Alva) ৷

নয়াদিল্লি, 17 জুলাই: আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের তরফে প্রার্থী হচ্ছেন মার্গারেট আলভা ৷ রবিবার দিল্লিতে এই ঘোষণা করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (opposition vice presidential election candidate is Margaret Alva) ৷ এনডিএ জোটের তরফে ইতিমধ্যেই এই পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করা হয়েছে ৷

বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন ৷ বিভিন্ন সময়ে তিনি ছিলেন গোয়া, গুজরাত, রাজস্থান , উত্তরাখণ্ডের রাজ্যপাল পদে ৷ 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত ছিলেন লোকসভার সদস্য ৷ 1974 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ ৷ এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷

  • It is a privilege and an honour to be nominated as the candidate of the joint opposition for the post of Vice President of India. I accept this nomination with great humility and thank the leaders of the opposition for the faith they’ve put in me.

    Jai Hind 🇮🇳

    — Margaret Alva (@alva_margaret) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1942 সালের 14 এপ্রিল কর্নাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করা মার্গারেট আলভা রাজনীতিতে আসার আগে পেশায় ছিলেন আইনজীবী ৷ রাষ্ট্রপতি ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে ৷ মনে করা হচ্ছে উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের মার্গারেট আলভাকে প্রার্থী করে তার পালটা দিল বিরোধী জোট ৷

আরও পড়ুন: দেশে বিরোধী পরিসর সংকীর্ণ হচ্ছে, প্রধান বিচারপতির বক্তব্যে সহমত বাম-কং-তৃণমূল

রবিবার কংগ্রেসের ডাকে এই প্রার্থী নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠকে বসেছিল বিরোধী রাজনৈতিক দলগুলি ৷ যদিও এদিনের বৈঠকের পর এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, এই বিষয়ে কথা বলার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিন্তু তিনি অন্য বৈঠকে ব্যস্ত ছিলেন ৷

এদিন উপ-রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তাঁর নাম ঘোষণা হওয়ার পর এক টুইট বার্তায় মার্গারেট আলভা জানিয়েছেন, তিনি এই প্রস্তাব পেয়ে সম্মানিত বোধ করছেন ৷ এই প্রস্তাব গ্রহণ করছেন তিনি ৷

Last Updated :Jul 17, 2022, 5:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.