ETV Bharat / bharat

Nipah Virus in Kerala: কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত আরও এক, আগামী 2 দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 1:01 PM IST

কেরলের উত্তরে কোঝিকোড় রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক স্বাস্থ্যকর্মী ৷ 24 বছর বয়সি ওই কর্মী একটি বেসরকারি হাসপাতালের কর্মী ৷ তিনি এক নিপা ভাইরাস সংক্রামিত রোগীর সংস্পর্শে এসেছিলেন ৷

ETV Bharat
কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5

কোঝিকোড়, 14 সেপ্টেম্বর: নিপা ভাইরাসে আক্রান্ত আরও এক ৷ কেরলের কোঝিকোড়ে আরও একজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার বেসরকারি হাসপাতালের এক কর্মী নিপা ভাইরাস পজিটিভ ৷ এই অবস্থায় দু'দিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ৷

24 বছর বয়সি ওই কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সূত্রের খবর, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন ৷ এর ফলে কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5 ৷ এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি 3 জনের চিকিৎসা চলছে ৷ এই অবস্থায় কোঝিকোড়ের স্বাস্থ্য দফতর জেলার বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অন্য মন্ত্রীদের সঙ্গে একটি পর্যালোচনামূলক বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ ৷

  • VIDEO | "So far, three samples have tested positive for Nipah virus. Since yesterday, we have started contact tracing and 706 people are in the contact list. Out of 706, 77 people are at high risk," says Kerala Health minister Veena George on #NipahVirus outbreak in the state. pic.twitter.com/geImlzDSPf

    — Press Trust of India (@PTI_News) September 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৈঠক শেষে মন্ত্রী বীণা জর্জ ভিড় নিয়ন্ত্রণের পদক্ষেপের কথা ঘোষণা করেন ৷ পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যে কোঝিকোড়ের পাশাপাশি ওয়েনাড়েও 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ বৃহস্পতি ও শুক্রবার কোঝিকোড়ের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন ৷ জেলার কালেক্টর এ গীতা সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই কথা জানিয়েছেন ৷ তিনি অনলাইনে ক্লাস হবে বলে ঘোষণা করেছেন ৷ তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন হবে না ৷

ভিড় নিয়ন্ত্রণ করতে কোনও জায়গায় বহু মানুষের জমায়েত করা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ ৷ কোঝিকোড়ের 9টি পঞ্চায়েতকে সংক্রমণ প্রবণ জোন বলে ঘোষণা করা হয়েছে ৷ এই এলাকায় দোকানগুলি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে ৷ তবে ওষুধের দোকান, স্বাস্থ্যকেন্দ্রগুলি এই বিধিনিষেধের বাইরে থাকছে ৷ কোনও গাড়ি, বাসও এই জায়গায় থামবে না ৷

পিটিআই সূত্রে খবর, স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ সাধারণ মানুষকে আতঙ্কিত না-হওয়ার বার্তা দিয়েছেন ৷ তিনি বলেন, "এই পরিস্থিতির মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷"

আরও পড়ুন: 'বাংলাদেশের ভ্যারিয়েন্ট নিপা ভাইরাস, বাদুড়ের উপর সমীক্ষা চালাবে এনআইভি'

তিনি আরও জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য় সংস্থা এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের সমীক্ষায় জানা গিয়েছে, শুধু কোঝিকোড় নয় সমগ্র কেরলেই নিপা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ৷ জঙ্গলাকীর্ণ এলাকাগুলিতে বসবাসকারীদের বেশি সাবধান হতে হবে বলে সতর্ক করেছেন বীণা ৷ কারণ জঙ্গলের পাঁচ কিলোমিটারের মধ্যে সাম্প্রতিক নিপা ভাইরাসের সংক্রমণটি ধরা পড়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.