ETV Bharat / bharat

Youth Urinates on Man in UP: আগ্রায় আহত ব্যক্তির উপর প্রস্রাবের ভিডিয়ো ভাইরাল, গ্রেফতার মূল অভিযুক্ত যুবক

author img

By

Published : Jul 25, 2023, 2:12 PM IST

Video of youth urinating on injured man goes viral: আগ্রায় আহত ব্যক্তির উপর প্রস্রাব করতে দেখা গেল এক যুবককে ৷ সঙ্গে ব্যক্তিকে মারধর ও গালিগালাজ করা হয় ৷ এই ঘটনায় যুবককে সঙ্গে দেয় তাঁর বন্ধুরা ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এরপরেই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ৷

youth urinating on injured man
উত্তরপ্রদেশে ব্যক্তির উপর মৃত্রত্যাগ

আগ্রা, 25 জুলাই: ফের উত্তরপ্রদেশে ব্যক্তির উপর মৃত্রত্যাগের ঘটনা সামনে এসেছে ৷ সোনভদ্রর পর এবার আগ্রায় ৷ মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা একজন আহত ব্যক্তির উপর প্রস্রাব করতে দেখা গিয়েছে যুবককে ৷ ইতিমধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি নজরে এসেছে পুলিশের ৷ তারপরই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর নাম আদিত্য ৷ সেই মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োটি প্রায় তিন-চার মাস আগের । তবে সোমবার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র । তারপরেই সেটি পুলিশেরও হাতে আসে ৷ এরপরই পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । 30 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই আহত লোকটির উপর প্রস্রাব করছেন যুবকটিকে ৷ শুধু তাই নয়, লোকটির মাথায় লাথি মারতেও দেখা গিয়েছে যুবককে । এমনকী ভিডিয়োতে নির্যাতিতকে অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুদের গালিগালাজ করতেও শোনা যায় ।

ডেপুটি পুলিশ কমিশনার (শহর) সুরজ কুমার রাই বলেন, "একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের খোঁজে তল্লাশি চলছে ৷" টুইটারে একটি ভিডিয়ো বিবৃতিতে ডেপুটি পুলিশ কমিশনার জানান, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নিয়েছে । তিনি বলেন, " তদন্ত নেমে পুলিশ দেখেছে যে এই বিষয়ে আগ্রার কোনও থানায় নির্যাতিতর তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । পরে দেখা গিয়েছে যে ভিডিয়োটি তিন-চার মাস পুরানো এবং মূল অভিযুক্ত যুবকের নাম আদিত্য ৷"

আরও পড়ুন: উত্তরপ্রদেশের আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ, গ্রেফতার 3

পুলিশ জানিয়েছে, আদিত্যকে গ্রেফতার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির 307 ধারা (খুনের চেষ্টা) এবং অন্যান্য বিধানের অধীনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে । সুরজ কুমার রাই বলেন, "আমরা ভিডিয়োতে থাকা অন্যান্য যুবকদেরও তদন্ত করছি । গ্রেফতার হওয়া যুবক আদিত্যকে আদালতে পেশ করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.