ETV Bharat / bharat

Omicron wave peak in India : ভারতে দৈনিক করোনা সংক্রমণ পাঁচ লক্ষ হবে, মত আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞের

author img

By

Published : Jan 8, 2022, 11:56 AM IST

Omicron wave peak in India
ডাঃ খিস্ট্রোফার মুরে (Dr Christopher Murray)

ওমিক্রন ডেল্টার মতো ভয়ঙ্কর ক্ষতিকারক নয়, কিন্তু একে অবহেলা করাও উচিত নয় ৷ এবার দেশে ওমিক্রন ঢেউ শুরু হয়েছে ৷ দৈনিক করোনা সংক্রমণ হবে পাঁচ লক্ষ, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ খিস্ট্রোফার মুরে (Omicron wave peak by next month in India, says Dr Christopher Murray) ৷

ওয়াশিংটন, 8 জানুয়ারি : দৈনিক করোনা সংক্রমণ পাঁচ লক্ষে পৌঁছাবে এবং কোভিড-19 সংক্রমণ ভারতে সর্বোচ্চ শিখর স্পর্শ করবে ফেব্রুয়ারিতেই ৷ এমন ভবিষ্যদ্বাণী করেছেন আমেরিকার স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ খিস্ট্রোফার মুরে (Dr Christopher Murray) ৷ তবে এর সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, ওমিক্রন ভ্যারিয়্যান্ট ডেল্টার থেকে কম ক্ষতিকর (Omicron wave peak by next month in India, says Dr Christopher Murray) ৷

ডাঃ খিস্ট্রোফার মুরে 'ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন'-এর ডিরেক্টর ৷ তাঁর কথায়, "বিশ্বের দেশগুলি ওমিক্রনের ঢেউয়ে প্রবেশ করেছে ৷ আশা করছি, গত বছর ডেল্টার ঢেউয়ে যেমন হয়েছিল, তার থেকে অনেক বেশি হবে দৈনিক সংক্রমণ ৷ প্রতি দিনই সংক্রমণ শীর্ষে পৌঁছাবে ৷ কিন্তু ওমিক্রন কম ক্ষতিকারক ৷" তাঁর মতে, আগামী মাসে দৈনিক পাঁচ লক্ষ মানুষ করোনা সংক্রামিত হবেন ৷

আরও পড়ুন : WHO warns of Omicron : ডেল্টার চেয়ে কম ক্ষতিকর হলেও ওমিক্রন নিয়ে সতর্কতা হু প্রধানের

দেশের বহু বিশেষজ্ঞের মতে, একটা হাইব্রিড প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে ৷ আর সেজন্যই ওমিক্রন কম প্রভাব ফেলছে ৷ এ প্রসঙ্গে মুরে জানান, দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ পাওয়া এই ভ্যারিয়্যান্ট ডেল্টা, বিটার থেকে আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল ৷ অনেক বেশি লোক আক্রান্ত হয়েছিল ৷ কিন্তু ভ্যাকসিনের ডোজ দেওয়ার ফলে খুব বেশি আক্রান্তদের হাসপাতালে ভর্তি হতে হয়নি রোগীদের ৷ মৃত্যুও তুলনায় কম হয়েছে ৷ তাই তিনি মনে করছেন, ডেল্টার তুলনায় এবার ভারতে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা আর মৃত্যু, দুটোই কম হবে ৷

নতুন ভ্যারিয়্যান্ট প্রসঙ্গে তিনি জানালেন, মিউটেশনের প্রক্রিয়া সব সময়ই চলছে ৷ প্রতি 30-45 দিন পরপর নতুন মিউটেশন আত্মপ্রকাশ করে ৷ আর তারপর ওমিক্রনের মতো ছড়িয়ে পড়ছে ৷ এর প্রমাণস্বরূপ ফ্রান্সে পাওয়া নতুন মিউটেশনের উদাহরণ দিলেন ৷ কিন্তু সেটা এখনও সেভাবে ছড়িয়ে পড়েনি, তাই আমরা জানতে পারছি না বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ৷

ওমিক্রন যতই কম ক্ষতিকর হোক না কেন, ব্যক্তি বিশেষের জন্য তা ভয়ঙ্কর হতে পারে ৷ বিশেষত প্রবীণদের জন্য, যাঁরা সহজেই অসুস্থ হতে পারেন ৷ তাই এবিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন ডাঃ খিস্ট্রোফার মুরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.