ETV Bharat / bharat

Omicron Sub-Variant XBB: ভারতে বাড়ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি’র সংক্রমণ

author img

By

Published : Oct 31, 2022, 3:24 PM IST

Omicron Sub-Variant XBB Emerges as Dominant in India
Omicron Sub-Variant XBB Emerges as Dominant in India

করোনা তথা ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি’র সংক্রমণ বাড়ছে ভারতে (Omicron Sub-Variant XBB Emerges) ৷ এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিআইএসআইএডি ৷ তাদের দাবি মতো, ভারতে 380 জন এই সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি-তে আক্রান্ত হয়েছেন ৷

চেন্নাই, 31 অক্টোবর: ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি’র সংক্রমণ বাড়ছে ভারতে (Omicron Sub-Variant XBB Emerges) ৷ সংবাদ সংস্থা আইএএনএস প্রকাশিত খবর অনুযায়ী, এমনই তথ্য প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা ৷ জানা গিয়েছে, দেশের 9টি রাজ্যে করোনার এই প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে ৷ যার মধ্যে তামিলনাড়ু সবার উপরে রয়েছে ৷ প্রসঙ্গত, এই তালিকায় পশ্চিমবঙ্গ দ্বিতীয়স্থানে রয়েছে ৷

আন্তর্জাতিক গবেষণা সংস্থা জিআইএসআইএডি করোনা বিভিন্ন ভ্যারিয়েন্টগুলির মধ্যে বদল নিয়ে গবেষণা করছে ৷ তাদের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারতে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি-তে 380 জন আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 175 জন সংক্রামিত হয়েছেন তামিলনাড়ুতে ৷ আর দ্বিতীয় তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ ৷ এ রাজ্যে ওমিক্রনের এক্সবিবি সাব-ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন 103 জন ৷

আরও পড়ুন: মহারাষ্ট্রে রূপ বদলে চোখ রাঙাচ্ছে করোনা, কর্ণাটকে জারি কোভিড আচরণবিধি

এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছে ওড়িশা ৷ সে রাজ্যে 35 জনের শরীরে করোনার এক্সবিবি ভাইরাস পাওয়া গেছে ৷ এরপর যথাক্রমে রয়েছে মহারাষ্ট্র 21, দিল্লি 18, পুদুচেরি 16, কর্নাটক 9, গুজরাত 2 ও রাজস্থান 1 ৷ দেশে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 1336 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.