ETV Bharat / bharat

Twitter Blue Tick : যোগী থেকে রাহুল, অমিতাভ থেকে শাহরুখ-আলিয়া ! রাতারাতি খোয়ালেন টুইটারের ব্লু টিক

author img

By

Published : Apr 21, 2023, 7:34 AM IST

Updated : Apr 21, 2023, 8:04 AM IST

অমিতাভ-শাহরুখ-বিরাট-আলিয়ার ভক্তরা কী করে বুঝবেন তাঁদের প্রিয় তারকার অ্যাকাউন্ট কোনটি ? কারণ বৃহস্পতিবার থেকে তাঁদের টুইটার অ্যাকাউন্টে নীল চিহ্ন দেখা যাচ্ছে না ৷ তালিকায় আছে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে রাহুল গান্ধির মতো নাম ৷

Blue Tick missing from Twitter
টুইটারে নেই ব্লু টিক

নয়াদিল্লি, 21 এপ্রিল: উধাও ব্লু টিক ! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, বলিউডের বাদশা শাহরুখ খান এবং বিরাট কোহলির মতো দেশের বহু সেলিব্রিটির টুইটার অ্যাকাউন্টে নেই নীল টিক চিহ্ন ৷ এমনকী এই তালিকায় রয়েছেন স্বয়ং বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ৷ বৃহস্পতিবার থেকে টুইটার কর্তৃপক্ষ সব 'লিগ্যাসি ভেরিফায়েড ব্লু টিক' অ্যাকাউন্ট থেকে নীল চিহ্ন সরিয়ে দিয়েছে ৷

এই অ্যাকাউন্টগুলিতে আগে থেকে ব্লু টিক ছিল ৷ কিন্তু টুইটার কেনার পরপরই ইলন মাস্ক ঘোষণা করেছিলেন ব্লু টিক পেতে গেলে টাকা দিতে হবে ৷ অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে টুইটারের ওয়েব ভার্সনের জন্য মাসে 8 মার্কিন ডলার এবং অ্যাপের জন্য 11 মার্কিন ডলার খরচ হবে ৷ শুধুমাত্র তাঁদের টুইটার অ্যাকাউন্টেই ভেরিফায়েড ব্লু টিক রয়েছে, যাঁরা এই টুইটারকে এই টাকা দিয়েছেন ৷

No Blue Tick on Shah Rukh Khan Twitter Account
শাহরুখ খানের টুইটার অ্যাকাউন্টে নেই ব্লু টিক

আর এই নিয়ম বদলের পর বি-টাউনের বহু মহাতারকা থেকে তারকা- শাহরুখ খান, অমিতভা বচ্চন, আলিয়া ভাটের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে দিয়েছেন টুইটার কর্তৃপক্ষ ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি, প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মার অ্যাকাউন্টে ভক্তরা ব্লু টিক দেখতে পাচ্ছেন না বলে জানা গিয়েছে ৷

No Blue Tick on Yogi Adityanath Twitter Account
যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টে নেই ব্লু টিক

আরও পড়ুন: টুইটারে ব্লু-টিক খোয়াল নিউইয়র্ক টাইমস

টুইটারের এই ব্লু টিক বিখ্যাত মানুষদের যাচাই করা অ্যাকাউন্টের পাশে দেখা যেত ৷ কেউ কোনও ভাবে যাতে ওই নামে অন্য অ্যাকাউন্ট খুলে প্রতারণা করতে না-পারে, সেই জন্য এই বিশেষ প্রতীক চিহ্নের ব্যবহার ৷ কিন্তু ইলন মাস্ক টুইটার কিনে ঘোষণা করেন, টাকা দিলে যে কেউ এই ব্লু টিকের অধিকারী হতে পারবেন ৷ তাঁর টুইটার অ্যাকাউন্টের পাশেই দেখা যাবে নীল টিক চিহ্ন ৷ এ নিয়ে বিস্তর জল ঘোলা হয় ৷ কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন ৷

No Blue Tick on Congress leader Rahul Gandhi Twitter Account
কংগ্রেস নেতা রাহুল গান্ধির অ্যাকাউন্টে নেই ব্লু টিক

মার্চের প্রথম দিকে টুইটার কর্তৃপক্ষ তাদের নিজস্ব হ্যান্ডেলে লেখে, "1 এপ্রিল থেকে আমরা 'লিগেসি ভেরিফায়েড প্রোগ্রাম' (অর্থাৎ আগে থেকে যাচাই করা অ্যাকাউন্টে ব্লু টিক থাকা) সরিয়ে নিচ্ছি ৷ সেই চেকমার্ক অর্থাৎ ব্লুটিক মুছে ফেলা হবে ৷ টুইটারে ব্লু টিক চেকমার্ক রাখতে হলে যে কোনও ব্যক্তি টুইটার ব্লুতে সাইন আপ করতে পারেন ৷"

No Blue Tick on Amitabh Bachchan Twitter Account
বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্টে নেই ব্লু টিক

2009 সালে প্রথম টুইটার ব্লু চেক মার্ক পদ্ধতিটি কার্যকর করে ৷ এতে টুইটার ব্যবহারকারীরা সহজে তাঁদের প্রিয় সেলিব্রিটি, রাজনৈতিক নেতা, কোম্পানি, ব্র্যান্ড, সংবাদমাধ্যমকে চিনতে পারবে ৷ এতে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কম ৷ এর জন্য সে সময় টুইটারকে কোনও টাকা দিতে হত না ৷

Last Updated : Apr 21, 2023, 8:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.