ETV Bharat / bharat

Nine Students Die: পরীক্ষায় ফেল করায় অন্ধ্রপ্রদেশে আত্মঘাতী 9 পড়ুয়া

author img

By

Published : Apr 28, 2023, 12:43 PM IST

সম্প্রতি অন্ধ্রপ্রদেশে প্রকাশিত হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষার ফল ৷ ওই পরীক্ষায় ফেল করার জন্য রাজ্য়ের বিভিন্ন এলাকার 9 জন পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে জানা গিয়েছে ৷

Nine Students Die
Nine Students Die

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 28 এপ্রিল: ইন্টারমিডিয়েট পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য আত্মঘাতী হল ন’জন পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় ৷ একই কারণে দু’জন আত্মহত্যার চেষ্টা করেছে বলেও জানা গিয়েছে ৷ পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য ওই রাজ্যের অনেক পড়ুয়া মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও খবর ৷

পুলিশ জানিয়েছে যে মৃতদের নাম হল - অনুষা, বাবু, কারুবতু তুলসি কিরণ, বলাকা তরুণ, আত্মাকুরু অখিলাশ্রী, বোনেলা জগদীশ, মহেশ, শেখ জন সাইদা ও রমন রাঘব ৷ এদের মধ্যে অনুষা, বাবু, কারুবতু তুলসি কিরণ বলাকা তরুণ ও মহেশের বয়স 17 বছর ৷ আত্মাকুরু অখিলাশ্রী ও শেখ জন সাইদার বয়স 16 বছর ৷ বোনেলা জগদীশের বয়স 18 বছর ৷ আর রমন রাঘবের বয়স জানা যায়নি ৷ তারও বয়স 16-17 বলে অনুমান করা হচ্ছে ৷

এছাড়া আরও যে দুই পড়ুয়া পরীক্ষায় খারাপ ফলের জন্য আত্মহত্যার চেষ্টা করেছে, তারা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাদের একজন বিজিয়ানগরম জেলার গারিভিডি মণ্ডলের বাসিন্দা ৷ আর দ্বিতীয়জনের বাড়ি ওই একই জেলার রাজম মণ্ডলে ৷ প্রথমজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আর দ্বিতীয়জন রাজম সোশ্যাল হাসপাতালে ভর্তি রয়েছে ৷ দু’জনেই কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ ৷ তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে অনুষা চিত্তোর জেলার এটাভাকিলির বাসিন্দা ৷ পরীক্ষার পর সে তার মামারবাড়ি কর্ণাটকে যায় ৷ বুধবার মায়ের কাছ থেকে সে জানতে পারে যে একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে ৷ মাকে পরের বছর ভালো পরীক্ষা দিয়ে পাস করার প্রতিশ্রুতি দেয় ৷ কিন্তু বৃহস্পতিবার খবর আসে যে সে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে ৷ অন্যদিকে ওই একই জেলার বাইরেড্ডিপাল্লের বাসিন্দা বাবু অঙ্কে ফেল করার হতাশায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করে ৷

পুলিশ আরও জানিয়েছে, কারুবুতু তুলসি কিরণের আত্মহত্যার কারণ কম নম্বর পাওয়া ৷ আর বলাকা তরুণ পরীক্ষায় ফেল করার জন্য হতাশায় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ৷ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় ৷ আত্মকুরু অখিলাশ্রীও পরীক্ষায় পাস করতে না পারার কারণে আত্মঘাতী হয়েছে ৷ বোনেলা জগদীশের ঝুলন্ত দেহ বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ৷ সে পরীক্ষায় একটিমাত্র বিষয়ে পাস করতে পারেনি ৷ সেই হতাশা থেকেই সে আত্মঘাতী হয় ৷

মহেশ এবার একটি পরীক্ষা দেয়নি ৷ সেই বিষয়ে স্বাভাবিকভাবেই পাস করতে পারেনি৷ কিন্তু বাড়িতে বিষয়টি কেউ জানত না ৷ তাই পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর মা-বাবা তাকে বকাবকি করে ৷ তার জেরেই সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে ৷ এদিকে শেখ জন সাইদা অঙ্ক ও পদার্থবিদ্যায় এক নম্বর করে পায় ৷ রসায়নে তার নম্বর সাত নম্বর ৷ এর পর হতাশায় সে আত্মঘাতী হয় ৷ পরিবারের দাবি, এত কম নম্বর সে পেতে পারে না ৷ তারা এই মৃত্যুর জন্য পরীক্ষকদেরই দায়ী করেছে ৷

আর রমন রাঘবও পরীক্ষায় পাস করতে না পারার কারণে আত্মঘাতী হয়েছে ৷ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷ যদিও এই ঘটনায় উদ্বিগ্ন মনরোগ বিশেষজ্ঞরা ৷ বিশেষজ্ঞদের বক্তব্য, একটি পরীক্ষার একটি বিষয়ে ফেল করার হতাশায় আত্মহত্যার ঘটনা ভয়ঙ্কর প্রবণতা ৷ এই নিয়ে পড়ুয়াদের কাউন্সেলিং প্রয়োজন ৷

আরও পড়ুন: যৌন হেনস্তায় নাবালিকার আত্মহত্যার ঘটনায় যাবজ্জীবনের সাজা পকসো আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.