ETV Bharat / bharat

NIA Raids: খালিস্তানি-গ্যাংস্টার যোগের তদন্তে 6 রাজ্যের 51টি জায়গায় অভিযান এনআইএ'র

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 4:45 PM IST

ETV BHARAT
ETV BHARAT

NIA Raids Over Khalistani and Gangsters Nexus: খালিস্তানিদের সঙ্গে ভারতীয় গ্যাংস্টারদের যোগসাজশের তদন্তে নেমে 51টি জায়গায় হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা ৷ 6 রাজ্যে ছড়িয়ে থাকা এই গ্যাংস্টারদের সহযোগী বলে পরিচিতদের বাড়ি ও সংস্থায় হানা দিয়েছে গোয়েন্দারা ৷

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ বুধবার লরেন্স, বামবিয়া এবং আরশ ডালা গ্যাংয়ের সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের 51টি জায়গায় হানা দিয়েছে ৷ মূলত, খালিস্তানি জঙ্গি সংগঠনগুলির ষড়যন্ত্রের পর্দাফাঁস করতেই এই অভিযান ৷ খালিস্তানি জঙ্গি সংগঠনের 3টি মামলার তদন্তে নেমে 6টি রাজ্যে গোয়েন্দাদের একাধিক দল অভিযান চালাচ্ছে ৷ বুধবার ভোর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই অভিযান শুরু করেছে ৷ এদিন ভোরবেলা পঞ্জাবের মোগা জেলার তাখতুপুরা গ্রামে এক মদ ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনআইএ গোয়েন্দারা ৷

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গ্যাংস্টার আরশ ডালা ওই মদ ব্যবসায়ীর কাছে মুক্তিপণ দাবি করেছিল ৷ সেইমতো মদ ব্যবসায়ীর ওই গ্যাংস্টারকে মুক্তিপণের বেশ কিছু পরিমাণ টাকা দিয়েছিল ৷ আর সেই মামলার তদন্তের জন্য এনআইএ ওই মদ ব্যবসায়ীর বাড়িতে বুধবার ভোরবেলা অভিযান চালায় এনআইএ ৷ উত্তরাখণ্ডের বাজপুরে একটি আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী সংস্থার গোডাউনে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ দেরাদূনের সেলমেন টাউন এলাকার একটি বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা ৷

দেরাদুন পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে এই অভিযানগুলি শুরু হয় ৷ পুলিশ সূত্রে খবর, জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা বাজপুরের আগ্নেয়াস্ত্র সংস্থার গোডাউনে মজুত করা অস্ত্রগুলি পরীক্ষা করে দেখছেন ৷ এনআইএ আরও 43টি পৃথক সংগঠনের নাম প্রকাশ করেছে ৷ যারা লরেন্স, বামবিয়া এবং আরশ ডালা গ্যাংয়ের সঙ্গে আলাদাভাবে যুক্ত রয়েছে ৷ এদের অধিকাংশের যোগসূত্র কানাডায় বিভিন্ন সন্ত্রাসবাদী ও গ্যাংস্টার গোষ্ঠীর সঙ্গে পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন: কড়া পদক্ষেপ কেন্দ্রের, গুরপতবন্ত সিং পান্নুর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ

যেসব জায়গায় এনআইএ এদিন হানা দিয়েছে, তার মালিকদের সকল সম্পত্তির বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে ৷ সেইমতো কেন্দ্রীয় সরকার সমাজবিরোধী ওই গোষ্ঠীগুলির সঙ্গে জড়িত সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে বলে এনআইএ সূত্রে খবর ৷ সেখানে নামে ও বেনামে কেনা স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসেবে চাওয়া হয়েছে ৷ এমনকী যদি, কোনও বন্ধু বা আত্মীয়ের নামেও সম্পত্তি কেনা হয়ে থাকে, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ এমনকি ব্যবসায় পার্টনার, সংস্থার কর্মীদের তালিকাও চেয়েছে তদন্তকারী সংস্থা ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.