ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

author img

By

Published : May 1, 2021, 9:04 AM IST

টপ নিউজ় @ সকাল 9 টা
টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

1.করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বিহারের বাহুবলী নেতা শাহাবুদ্দিনের

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন সাংসদ ও আরজেডির নেতা মহম্মদ শাহাবুদ্দিনের ।

2.গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত 14

গুজরাতের ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে 14 জনের ৷

3.ভারত থেকে আমেরিকায় যাওয়ার উপর বিধিনিষেধ বাইডেন সরকারের

ভারতের করোনা সংক্রমণে ব্যাপকতার কারণে ভারত থেকে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বেশ কিছু দেশ ৷ আমেরিকা প্রশাসনও ভারত থেকে আমেরিকায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করল ৷

4.আরও ভয়ঙ্কর করোনা, রাজ্যে শ’য়ের দোরগোড়ায় দৈনিক মৃতের সংখ্যা

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সঙ্কট চলছে । বর্তমান পরিস্থিতির জন্য এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে ।

5.2 দিন মৃত মায়ের পাশে অভুক্ত শিশু, করোনার থাবা মানবিকতায় ?

দেশে করোনা সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে আতঙ্কিত মানুষ ৷ কেউ মারা গেলে ধরেই নেওয়া হচ্ছে সে কোভিডে মারা গিয়েছে, কোনো প্রমাণ ছাড়াই ৷ শুধুমাত্র সন্দেহেই মৃত মহিলার পাশে দুদিন ধরে পড়ে রইল তার শিশু ৷

6. হোম সেন্টারে উচ্চমাধ্যমিক, বাতিল একাদশের বার্ষিক পরীক্ষা

করোনার জেরে এ বছর হোম সেন্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করল বোর্ড ৷ স্কুলেই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সূচি অনুযায়ী ৷ তবে বদল হয়েছে পরীক্ষার সময়ে ৷ সকাল 10টা থেকে 1টা 15 মিনিটের বদলে পরীক্ষা নেওয়া হবে দুপুর বারোটা থেকে 3টে 15 মিনিট পর্যন্ত ৷ পাশাপাশি বাতিল করা হয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও ৷

7. ফের লকডাউন ? কী কী বন্ধ হল রাজ্যে...

করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত নাজেহাল রাজ্য ৷ দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এসব কথা মাথায় রেখেই সংক্রমণ রুখতে এবার বড় পদক্ষেপ করল নবান্ন ৷ ফের একবার আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী জিনিসে নতুন করে নিষেধাজ্ঞা চাপাল রাজ্য ৷

8. শেষ ইচ্ছেপূরণ হল না শুটার দাদির, করোনা কাড়ল প্রাণ

চলতি সপ্তাহে শুরুতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মেরঠের একটি হাসপাতালে ভর্তি হন ‘শুটার দাদি’ ওরফে উত্তর প্রদেশের বর্ষীয়ান বন্দুকবাজ চন্দ্রো তোমার। এরপরই তাঁর করোনা আক্রান্তের খবর 'দাদির' টুইটারের মাধ্যমে সকলকে জানায় তার পরিবার। আজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 89 ।

9. আগামিকাল থেকে বঙ্গে কি শুরু হবে 18 বছরের ঊর্ধ্বদের করোনার টিকাকরণ, রাজ্যের নির্দেশিকা ঘিরে প্রশ্ন

18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পর চালু হবে । এই নিয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে ৷

10. টিকা দেওয়ার কৌশল পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রের

গোটা দেশে যা পরিস্থিতি তাতে কেন্দ্রের উচিত পুরো টিকা দান কর্মসূচিটা বাস্তবায়িত করার জন্য নিজেদের পদক্ষেপ করা ৷ ভ্যাকসিন উৎপাদন, আমদানি, বিতরণ এবং মূল্য নির্ধারণের মাধ্যমে সংবিধানের অন্তর্ভূক্ত জীবনের অধিকার রক্ষা করার দায়িত্ব নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.