ETV Bharat / bharat

ছয় রাজ্য থেকে আসা যাত্রীদের উপর নয়া বিধিনিষেধ মহারাষ্ট্রের

author img

By

Published : Apr 19, 2021, 2:15 PM IST

New restrictions on passengers from six states in Maharashtra
ছয় রাজ্য থেকে আসা যাত্রীদের উপর নয়া বিধিনিষেধ মহারাষ্ট্রের

ভিনরাজ্য় থেকে সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের ৷ ছ’টি রাজ্য থেকে আসা যাত্রীদের উপর জারি হল বিধিনিষেধ ৷ কেরল, গোয়া, গুজরাত, দিল্লি ও সংলগ্ন এলাকা, রাজস্থান এবং উত্তরাখণ্ড থেকে যাঁরা মহারাষ্ট্রে যাবেন, তাঁদের সকলকেই যাত্রা শুরুর আগে শেষ 48 ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেই মিলবে মহারাষ্ট্রের ঢোকার সরকারি ছাড়পত্র ৷

মুম্বই, 19 এপ্রিল : এবার ছ’টি রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বিধিনিষেধ আরোপ করল মহারাষ্ট্র সরকার ৷ তাদের নির্দেশ, কেরল, গোয়া, গুজরাত, দিল্লি ও সংলগ্ন এলাকা, রাজস্থান এবং উত্তরাখণ্ড থেকে যাঁরা মহারাষ্ট্রে যাবেন, তাঁদের সকলকেই যাত্রা শুরুর আগে শেষ 48 ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে ৷ সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে একমাত্র তবেই মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে রাজ্যের ভিতরে ঢোকার অনুমতি মিলবে ৷

উদ্ধব ঠাকরে সরকারের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যে হারে কোভিড রোগীর সংখ্যা বেড়েছে, তাতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে ৷ আর সেই কারণেই এই সাবধনতা অবলম্বন করতে বাধ্য হয়েছে মহারাষ্ট্রের সরকার ৷

রাজ্য়ের মুখ্যসচিব সীতারাম কুন্তে রবিবার একটি নির্দেশিকা জারি করেন ৷ তাতেই উল্লিখিত ছ’টি রাজ্য থেকে আসা যাত্রীদের উপর বিধিনিষেধ আরোপের বিষয়টির কথা বলা হয়েছে ৷ মুখ্যসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট ওই ছ’টি রাজ্য়ই করোনাপ্রবণ ৷ সেই কারণেই এই পদক্ষেপ করতে হচ্ছে ৷

আরও পড়ুন : কোভিড রুখতে দিল্লিতে আগামী সোমবার পর্যন্ত লকডাউন

প্রসঙ্গত, রবিবারই দিল্লিতে ফের একবার রেকর্ড ছুঁয়েছে করোনার দৈনিক সংক্রমণ ৷ মাত্র 24 ঘণ্টায় খোঁজ মিলেছে 25 হাজার 462 জন নতুন আক্রান্তের ৷ যার জেরে দৈনিক সংক্রমণের হার পৌঁছে গিয়েছে 29.74 শতাংশে ৷

এদিকে, এখনও পর্যন্ত গোটা দেশের মধ্যে মহারাষ্ট্রেরই করোনা পরিস্থিতি সবথেকে সঙ্গীন ৷ আক্রান্ত ও মৃত্য়ু, দু’টি ক্ষেত্রেই সংখ্যাটা এই রাজ্য়ে সবথেকে বেশি ৷ রবিবার নতুন করে 68 হাজার 631 জনের শরীরে কোভিড ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে ৷ মৃত্য়ু হয়েছে 503 জন করোনা আক্রান্তের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.