ETV Bharat / bharat

Laddu Auction: লাড্ডুর দাম 69 লক্ষ 80 হাজার টাকা ! নয়া রেকর্ডের সাক্ষী হায়দরাবাদ

author img

By

Published : Sep 12, 2022, 7:52 PM IST

new record in Hyderabad for Laddu Auction
Laddu Auction: লাড্ডুর দাম 69 লক্ষ 80 হাজার টাকা ! নয়া রেকর্ডের সাক্ষী হায়দরাবাদ

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) লাড্ডুর নিলামে (Laddu Auction) নতুন রেকর্ডের সাক্ষী থাকল হায়দরাবাদ (Hyderabad) ৷ 69 লক্ষ 80 হাজার টাকায় বিক্রি হল একটি লাড্ডু ৷

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: হায়দরাবাদে (Hyderabad) গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2022) লাড্ডু নিলামে উঠলেই (Laddu Auction) সবার আগে বালাপুরের লাড্ডুর (Balapur Laddu) প্রসঙ্গ আসে ৷ কারণ, প্রতি বছরই দামের নতুন রেকর্ড গড়ে এখানকার লাড্ডু ৷ বালাপুরের লাড্ডুর দাম যে শুধুমাত্র বাকি এলাকার লাড্ডুর দাম ছাপিয়ে যায়, তা নয় ৷ সেইসঙ্গে, প্রত্য়েকবারই আগের বছরের দামকেও ছাড়িয়ে যায় এই লাড্ডু ৷ তবে, এবারের ঘটনা একটু অন্য ৷ কারণ, এবছর হায়দরাবাদ শহরে গণেশ চতুর্থীর লাড্ডুর নিলামে বালাপুরকেও পিছনে ফেলে দিয়েছে অপর একটি জায়গা ৷ পাশাপাশি, বালাপুরের লাড্ডুর দামও আগের বছরের তুলনায় তিনগুণ বেড়েছে ৷ বস্তুত, এবার রাজ্যে লাড্ডুর দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে ৷

তেলাঙ্গানার রঙ্গারেড্ডি জেলার রিচমন্ড ভিলা কলোনিতে গণেশ চতুর্থীর লাড্ডুর দাম নিলামে আগের সমস্ত রেকর্ড ছাড়িয়ে যায় ৷ 69 লক্ষ 80 হাজার টাকায় সেই লাড্ডু কিনে নেন এক ব্যক্তি ৷ সংশ্লিষ্ট লাড্ডু নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার ৷ তা ঘিরে রীতিমতো উৎসবের আমেজ ছিল ৷ উদ্য়োক্তাদের তরফে জানানো হয়েছে, ডা. সাজি ডিসুজার প্রতিনিধিরা সবথেকে বেশি দাম দিয়ে এই লাড্ডুটি কেনেন ৷ তবে, লাড্ডুর দাম যে এতটা উঠবে, তা কল্পনাও করতে পারেননি অনুষ্ঠানের আয়োজকরা ৷

আরও পড়ুন: উৎসব শেষ, বিসর্জনের আবহে মুম্বইজুড়ে বিষাদের সুর

ডা. সাজি ডিসুজা জানিয়েছেন, গণেশ চতুর্থীর এই লাড্ডুটি কিনতে পেরে তিনি অত্যন্ত খুশি ৷ খুশি সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষও ৷ আয়োজকরা জানিয়েছেন, নিলামে ওঠা লাড্ডু বিক্রির টাকা দরিদ্রদের কল্য়াণে ব্যবহার করা হবে ৷ সেই কাজ করা হবে আর ভি দিয়া চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে ৷ অন্যদিকে, এবারের নিলামে বালাপুরের লাড্ডুর দাম উঠেছে 24 লক্ষ 60 হাজার টাকা ৷ যে নিলামে এই লাড্ডুটি বিক্রির জন্য উঠেছিল, সেটির আয়োজন করা হয়েছিল গত শুক্রবার ৷ সংশ্লিষ্ট উৎসব সমিতির তরফে একথা জানিয়েছেন বেঙ্গাতি লক্ষ্মারেড্ডি নামে একটি সদস্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.