ETV Bharat / bharat

Assam Floods: শিবসাগরে বন্যার জেরে ক্ষতিগ্রস্ত প্রায় 18 হাজার

author img

By

Published : Jul 19, 2023, 11:58 AM IST

অসমের শিবসাগরের নাজিরা ও শিবসাগর রাজস্ব সার্কেলে ডিসাং এবং ডিখৌয়ের জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত প্রায় 18 হাজার মানুষ ৷ চলছে উদ্ধার কাজ ৷ এখনও পর্যন্ত 1100 মানুষকে ত্রাণ শিবিরে আনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Assam Floods
Assam Floods

শিবসাগর, 19 জুলাই: অসমের শিবসাগর জেলার বন্যা পরিস্থিতি এখনও গুরুতর ৷ কারণ, প্রায় 18 হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ বুধবার প্রশাসনের আধিকারিকদের থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ প্রশাসনের দাবি, দুর্গতদের সাহায্যের সবরকম ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু বন্যা কবলিতদের মধ্যে অনেকের অভিযোগ, তাঁরা অসম সরকারের কাছ থেকে কোনও সাহায্য পাননি ৷

অসমের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ বা এএসডিএমএ-র দেওয়া তথ্য অনুসারে, প্রায় 18 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ দু’টি রাজস্ব সার্কেলের (নাজিরা এবং শিবসাগর) অধীনে 54টি গ্রাম বর্তমানে জেলার দু’টি নদী ডিসাং এবং ডিখৌয়ের জলে প্লাবিত হয়েছে ৷ এই দু’টি নদীই বিপদসীমার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে ৷

জেলা প্রশাসন 11টি ত্রাণ শিবির ও 5টি ত্রাণ বিতরণ কেন্দ্র তৈরি করেছে ৷ এখনও পর্যন্ত প্রায় 1100 মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন । বন্যা কবলিত অনেক গ্রামের বাসিন্দারা রাস্তা বা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন ৷ বন্যা কবলিত এলাকার এক মহিলার কথায়, "বন্যার জলে আমার বাড়ি সম্পূর্ণ তলিয়ে গিয়েছে । ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে । এনডিআরএফ আমাদের উদ্ধার করেছে । এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কিছুই সাহায্য পাইনি ।"

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফ-এর দলগুলি বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে ৷ গত 24 ঘণ্টায় বন্যা কবলিত এলাকাগুলি থেকে 582 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

এনডিআরএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, তাঁদের চারটে নৌকা বন্যা কবলিত এলাকাগুলি থেকে দুর্গতদের উদ্ধার করে আনার কাজ করছে ৷ যেখান থেকে যেমন তথ্য পাওয়া যাচ্ছে, সেখান থেকে তেমনভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে ৷

আরও পড়ুন: ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি অসমে, ক্ষতিগ্রস্থ 16 জেলার প্রায় ৫ লক্ষ বাসিন্দা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.