ETV Bharat / bharat

Sharad Pawar: এনসিপির কার্যকরী সভাপতি পদে সুপ্রিয়া ও প্রফুলের নাম ঘোষণা পাওয়ারের

author img

By

Published : Jun 10, 2023, 2:42 PM IST

শনিবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র 25তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দলের কার্যকরী সভাপতি পদে সুপ্রিয়া সুলে ও প্রফুল প্যাটেলের নাম ঘোষণা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷

Praful Patel and Supriya Sule
Praful Patel and Supriya Sule

নয়াদিল্লি, 10 জুন: ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-তে দু’জন কার্যকরী সভাপতির নাম ঘোষণা হল শনিবার ৷ নাম ঘোষণা করলেন দলের প্রতিষ্ঠাতা তথা সভাপতি শরদ পাওয়ার ৷ 82 বছর বয়সী এই মারাঠি রাজনীতিক জানিয়েছেন, সুপ্রিয়া সুলে ও প্রফুল প্যাটেল এখন থেকে এনসিপি-র কার্যকরী সভাপতি হিসেবে কাজ করবেন ৷

এ দিন ছিল এনসিপি-র 25তম প্রতিষ্ঠা বার্ষিকী ৷ সেই উপলক্ষ্যে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ওই অনুষ্ঠানেই সুপ্রিয়া ও প্রফুলের নাম ঘোষণা করেন পাওয়ার ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা সিনিয়র এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াহাদ ৷ তিনি জানিয়েছেন, সুপ্রিয়া ও প্রফুলকে রাজনীতির পাঠ নিজে হাতে শিখিয়েছেন পাওয়ার ৷ আর ওই দু’জন বরাবরই পাওয়ারের আস্থাভাজন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর 1999 সালে শরদ পাওয়ার এনসিপি তৈরি করেন ৷ তখন তাঁর সঙ্গে ছিলেন আরেক প্রাক্তন কংগ্রেসী পি এ সাংমা ৷ সময়ের সঙ্গে সঙ্গে শরদ পাওয়ারই হয়ে ওঠেন এনসিপি-র সর্বময় কর্তা ৷ তাঁর সঙ্গে বিরোধের জেরে সরে আসেন সাংমা ৷ তবে শুরু থেকে শরদ পাওয়ারই ওই দলের সভাপতি ৷

আরও পড়ুন: মারাঠি গ্রাম থেকে দিল্লির পাওয়ার করিডর, একনজরে শরদের রাজনৈতিক জীবন

সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে এনসিপির সভাপতি পদ থেকে ইস্তফা দেন পাওয়ার ৷ রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও জানান ৷ তার পর তাঁর দলের কর্মীদের বিক্ষোভ শুরু হয় ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ৷ পরে তিনি ইস্তফার সিদ্ধান্ত প্রত্যাহার করেন ৷ কিন্তু শনিবার বোঝা গেল যে তিনি এবার দলের দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতেই তুলে দিতে চান ৷ সেই কারণেই কন্যা সুপ্রিয়া ও আস্থাভাজন প্রফুলকে কার্যকরী সভাপতি হিসেবে বেছে নিলেন ৷

একই সঙ্গে তাঁদের বাড়তি দায়িত্বও দিয়েছেন পাওয়ার ৷ লোকসভার সাংসদ সুপ্রিয়া মহারাষ্ট্র, পঞ্জাব ও হরিয়ানার দায়িত্ব পেয়েছেন ৷ অন্যদিকে রাজ্যসভার সাংসদ প্রফুল প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও গোয়ার ৷

এর আগে যখন পাওয়ার ইস্তফা দিয়েছিলেন, তখন একটি কমিটি গঠন করেন ৷ সেই কমিটিতে অজিত পাওয়ার, সুপ্রিয়া সুলে, প্রফুল প্যাটেল ও ছগন ভুজবলকে রেখেছিলেন ৷ জানিয়েছিলেন, ওই কমিটির দলে তাঁর উত্তরসূরীকে খুঁজে বের করবে ৷ এদিন সেই কমিটি থেকেই দু’জনকে দায়িত্ব দিলেন কার্যকরী সভাপতি হিসেবে ৷ আর সেই দায়িত্ব দেওয়ার ঘোষণা করছেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এনসিপির সিনিয়র নেতা অজিত পাওয়ার ৷ যিনি সম্পর্কে শরদ পাওয়ারের ভাইপো ৷

আরও পড়ুন: এনসিপির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা শরদ পাওয়ারের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.