ETV Bharat / bharat

Swami Vivekananda: স্বামী বিবেকানন্দের 160তম জন্মবার্ষিকী, টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের

author img

By

Published : Jan 12, 2023, 7:55 AM IST

Updated : Jan 12, 2023, 11:37 AM IST

আজ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ৷ 1863 সালের এই দিনে উত্তর কলকাতার সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি ৷ বাবা-মা তাঁর নাম রেখেছিলেন নরেন্দ্রনাথ দত্ত (Swami Vivekananda) ৷

Swami Vivekananda
স্বামী বিবেকানন্দ

নয়াদিল্লি, 12 জানুয়ারি: আজ স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী ৷ এদিন দেশজুড়ে 'জাতীয় যুব দিবস' পালিত হয় ৷ বুধবার স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান, আজ কর্ণাটকের হুব্বালিতে তিনি 26তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করবেন ৷ স্বামীজির জন্মদিনে টুইট করেছেন শুভেন্দু অধিকারী, জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধি ৷

  • On the Jayanti of Swami Vivekananda tomorrow, 12th January, I will be in Karnataka to inaugurate the 26th National Youth Festival in Hubballi.

    May the ideals of Swami Vivekananda keep guiding our youth and inspire them to work towards nation building. https://t.co/5wqEEvSBOp

    — Narendra Modi (@narendramodi) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি (Smt Droupadi Murmu) টুইটে লেখেন, "স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার শ্রদ্ধা রইল ! কিংবদন্তি এই ব্যক্তিত্বের মধ্যে আধ্যাত্মিকতা এবং দেশাত্মবোধের মিশেল ছিল ৷ তিনি দুনিয়ায় ভারতের মূল্যবোধ প্রচার করেছেন ৷ তাঁর জীবন এবং শিক্ষা এখনও তরুণদের আরও বড় লক্ষ্যে পৌঁছতে অনুপ্রাণিত করে যাচ্ছে ৷ স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে সাদর প্রণাম ৷ তাঁর জীবন রাষ্ট্রভক্তি, আধ্যাত্মিকতা আর কর্মঠ ছিল ৷ তাঁর মহান বিচার এবং আদর্শ দেশবাসীকে পথ দেখাবে ৷"

  • “Arise, awake and stop not till the goal is reached.” – Swami Vivekananda

    Swami Vivekananda's teachings on Education, Nationalism & Spirituality would always remain relevant and inspire the Youth of India.
    Greetings on #NationalYouthDay & #SwamiVivekanandaJayanti. pic.twitter.com/MZLg3kbyjD

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Shri Narendra Modi) টুইটে লেখেন, "12 জানুয়ারি, বিকেল 4টের সময় কর্ণাটকের হুব্বালি থেকে জাতীয় যুব উৎসবের সূচনা হবে ৷ স্বামী বিবেকানন্দের জন্মদিবসে 'জাতীয় যুব দিবস'-এর (National Youth Day) এই অনুষ্ঠান হয়ে থাকে ৷ তাঁর আদর্শ, শিক্ষা, অবদানকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান ৷"

  • साहित्य और इतिहास के विद्वान एवं अपने आध्यात्मिक दर्शन से भारत को पूरे विश्व में गौरवांवित करने वाले स्वामी विवेकानंद जी की जयंती पर सादर नमन।

    स्वामी विवेकानंद जी ने जीवन भले ही कम जीया, मगर उनके दर्शन, अध्यात्म, विचार सदियों तक मानव जीवन और युवाओं को प्रेरणा देते रहेंगे। pic.twitter.com/eYdXshecDD

    — Congress (@INCIndia) January 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দু অধিকারী টুইট করেন, "'ওঠো, জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারছ, ততক্ষণ থেমো না- স্বামী বিবেকানন্দ' ৷ শিক্ষা, জাতীয়তাবাদ এবং আধ্যাত্মিকতার বিষয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ সর্বযুগে প্রাসঙ্গিক থাকবে এবং ভারতের তরুণদের অনুপ্রাণিত করবে ৷"

  • My tributes to Swami Vivekananda on his birth anniversary! An iconic personality who combined spirituality and patriotism, he propagated Indian values globally. His life and teachings continue to inspire youth to follow their dreams and achieve greater goals.

    — President of India (@rashtrapatibhvn) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 13 জানুয়ারি বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজের উদ্বোধনে মোদি, জুড়বে দুই বাংলা

প্রতিভাবান তরুণদের সুযোগ দিতে প্রতি বছর এদিন যুব উৎসব হয় ৷ এতে একটি সাধারণ মঞ্চে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর অনুপ্রেরণায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈচিত্র্যময় সংস্কৃতির মিলন হয় ৷ এবছর উৎসব হবে 12-16 জানুয়ারি কর্ণাটকের হুব্বালি-ধারওয়াড়ে (Hubballi-Dharwad in Karnataka) ৷ 2023 সালের যুব উৎসবের থিম 'বিকশিত যুব- বিকশিত ভারত' (Viksit Yuva - Viksit Bharat) ৷ এই উৎসবের সঙ্গেই চলছে জি-20 সভাপতিত্বের বিভিন্ন অনুষ্ঠান ৷

Last Updated : Jan 12, 2023, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.