ETV Bharat / bharat

Narendra Modi: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

author img

By

Published : Nov 5, 2022, 1:25 PM IST

Narendra Modi visits Radha Soami Satsang Beas in Amritsar
Narendra Modi: ভোটের প্রচার শুরুর আগে 'সৎসঙ্গে' মোদি

সামনেই হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচন (Himachal Pradesh Assembly Election 2022) ৷ শনিবার এই রাজ্যে ভোটের প্রচারে (Election Campaign) গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার আগে অমৃতসরের রাধা সোমি সৎসঙ্গ বিয়াসে (Radha Soami Satsangat Beas) এলেন তিনি ৷

অমৃতসর, 5 নভেম্বর: শনিবার অমৃতসরের (Amritsar) রাধা সোমি সৎসঙ্গ বিয়াসে (Radha Soami Satsangat Beas) এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্ধারিত নির্ঘণ্ট মেনেই এদিন এখানে আসেন তিনি ৷ রাধা সোমি সৎসঙ্গ বিয়াসের ক্ষেত্র প্রধান বাবা গুরিন্দর সিং ধিলোঁর (Baba Gurinder Singh Dhillon) সঙ্গে তাঁর সাক্ষাৎ আগে থেকেই স্থির ছিল ৷

তাঁর এদিনের সফর নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী ৷ টুইটারে তাঁর সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷ এই প্রসঙ্গে মোদি একটি টুইট করেন ৷ তাতে তিনি লেখেন, "বাবা গুরিন্দর সিং ধিলোঁজির নেতৃত্বে আরএসএসবি বিভিন্ন সামাজিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে একেবারে সামনের সারিতে এসে কাজ করছে ৷" প্রসঙ্গত, রাধা সোমি সৎসঙ্গ বিয়াসের ভক্ত ও অনুগামীরা সারা দেশেই ছড়িয়ে রয়েছেন ৷ বিশেষ করে পঞ্জাব, হরিয়ানা এবং হিমাচলপ্রদেশে এই সংগঠনের অনুগামীরা সবথেকে বেশি সংখ্য়ায় রয়েছেন ৷ উল্লেখ্য, রাধা সোমি সৎসঙ্গ, ডেরা বাবা জয়মাল সিং (Dera Baba Jaimal Singh) নামেও যথেষ্ট জনপ্রিয় ৷ এই সৎসঙ্গটি পঞ্জাবের বিয়াস শহরে অবস্থিত ৷ অমৃতসরের মূল শহর থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার ৷

  • Tomorrow, 5th November I will have the honour of visiting the Radha Soami Satsang Beas. Under the leadership of Baba Gurinder Singh Dhillon Ji, the RSSB is at the forefront of numerous community service efforts.

    — Narendra Modi (@narendramodi) November 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হিমাচলের ভোটপ্রচারে কংগ্রেসকে 'মা-ছেলের দল' বলে কটাক্ষ অমিতের

সৎসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর শনিবার আরও একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ ভোটমুখী হিমাচলপ্রদেশের সুন্দরনগর এবং সোলানে এদিন দু'টি জনসভা করবেন নরেন্দ্র মোদি ৷ বিজেপি-এর হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার সারতেই তাঁর এই কর্মসূচি ৷ প্রসঙ্গত, আগামী 12 নভেম্বর ভোট হবে পার্বত্য রাজ্য হিমাচলপ্রদেশে (Himachal Pradesh Assembly Election 2022) ৷ তার আগে হাতে আর মাত্র সাতদিন সময় রয়েছে ৷ তাই শেষবেলার প্রচারে কোমর বেঁধেছে গেরুয়া শিবির ৷ মাঠে নামানো হয়েছে হেভিওয়েটদের ৷ দু'দিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই রাজ্যে প্রচার করে গিয়েছেন ৷ আর শনিবার সেই দায়িত্ব (Election Campaign) পালন করছেন দেশের প্রশাসনিক প্রধান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.