ETV Bharat / bharat

Narendra Modi: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

author img

By

Published : Nov 6, 2022, 2:49 PM IST

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্য়ানের (Kuno National Park) বড় এনক্লোজারে ছাড়া হল দু'টি চিতাকে (Cheetah) ৷ যে আটটি চিতাকে নামিবিয়া (Namibia) থেকে ভারতে আনা হয়েছিল, এই দু'টিও তার মধ্যেই ছিল ৷ ঘটনায় উচ্ছ্বসিত হয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Narendra Modi Tweets on Two Cheetahs Released to Bigger Enclosure at Kuno National Park
Narendra Modi: কুনোয় আরও বড় 'ঘর' পেল দুই চিতা, টুইটে উচ্ছ্বাস প্রকাশ মোদির

ভোপাল (মধ্যপ্রদেশ), 6 নভেম্বর: আর মাত্র কিছুদিনের অপেক্ষা ৷ তারপরই খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে নামিবিয়া (Namibia) থেকে ভারতে আনা আটটি চিতাকে (Cheetah) ৷ তার আগে চলতি মাসেই এই আটটি প্রাণীকে আরও বড় এনক্লোজারে স্থানান্তরিত করা হবে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আগেই একথা জানানো হয়েছিল ৷ সেই প্রক্রিয়ারই প্রাথমিক ধাপ সেরে ফেলা হল ৷ প্রথম দফায় আটটির মধ্যে দু'টি চিতাকে ছাড়া হল বড় এনক্লোজারে (Two Cheetahs Released to Bigger Enclosure) ৷ যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এ নিয়ে রবিবার সকালে একটি টুইট করেন তিনি ৷ উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে মোদির জন্মদিন উপলক্ষে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আনা হয় ৷ সেগুলিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্য়ানে (Kuno National Park) খাঁচামুক্ত করেন 'বার্থ ডে বয়' নিজেই !

এদিন মোদি তাঁর টুইটে লিখেছেন, "দারুণ খবর ! আমাকে জানানো হয়েছে, বাধ্যতামূলক কোয়ারান্টাইনের পর দু'টি চিতাকে আরও বড় এনক্লোজারে ছাড়া হয়েছে ৷ যাতে কুনো জাতীয় উদ্য়ানের পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে ৷ বাকি চিতাগুলিকেও দ্রুত সেখানে স্থানান্তরিত করা হবে ৷ আমি এটা জেনেও খুব খুশি হয়েছি যে সবক'টি চিতাই একেবারে সুস্থ রয়েছে ৷ তারা সক্রিয় রয়েছে এবং ভালোভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছে ৷" এই পোস্টের সঙ্গে চিতাগুলির একটি ভিডিয়োও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী ৷

  • Great news! Am told that after the mandatory quarantine, 2 cheetahs have been released to a bigger enclosure for further adaptation to the Kuno habitat. Others will be released soon. I’m also glad to know that all cheetahs are healthy, active and adjusting well. 🐆 pic.twitter.com/UeAGcs8YmJ

    — Narendra Modi (@narendramodi) November 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

কুনো জাতীয় উদ্যানের এক আধিকারিক সংবাদমাধ্যমকে আগেই জানিয়েছিলেন, ভিনদেশ থেকে আনা চিতাগুলিকে জঙ্গলে ছাড়ার আগে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে ৷ বিশেষজ্ঞদের পরামর্শ মেনে ধাপে ধাপে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷ ইতিমধ্যেই এই চিতাগুলির উপর নজরদারি চালানোর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে ৷ নতুন যে এনক্লোজারে চিতাগুলিকে ছাড়া হচ্ছে, সেটির আয়তন 5 বর্গ কিলোমিটার ৷ গত সোমবার এ নিয়ে একটি বৈঠক হয় ৷ সূত্রের দাবি, সেই বৈঠকে চিতাগুলিকে জঙ্গলে ছাড়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷

প্রসঙ্গত, যেকোনও বন্যপ্রাণীকে যখন এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া হয়, তখন তাদের জঙ্গলে ছাড়ার আগে কিছু নিয়ম মানতে হয় ৷ আন্তর্জাতিক বিধি মেনেই এই প্রক্রিয়া ধাপে ধাপে পালন করা হয় ৷ যার প্রাথমিক ধাপ হল, অন্তত একমাসের জন্য সেই প্রাণীগুলিকে কোয়ারানটাইনে রাখা ৷ এই সময়ের মধ্যে দেখা হয়, ওই প্রাণীগুলির শরীরে কোনও সংক্রামক ব্যধি বা ভাইরাস রয়েছে কিনা, যা অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ৷ এরপর তাদের তুলনামূলক বড় এনক্লোজারে ছাড়া হয় ৷ যাতে নতুন পরিবেশের সঙ্গে প্রাণীগুলি মানিয়ে নেওয়ার সময় পায় ৷ এই ধাপ পেরোলে তবেই ওই প্রাণীদের খোলা জঙ্গলে ছাড়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.